রবি থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন
রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম জানতে চান? কিভাবে রবি থেকে রবি সিমে মিনিট ট্রান্সফার করবো? রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম খুবই সহজ আপনি যদি আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে রবি থেকে অন্য একটি রবি সিমে মিনিট ট্রান্সফার করতে পারবেন।
আজকের এই আর্টিকেলে আমরা রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম রবি সিমের ব্যালেন্স কিভাবে দেখে সাথেই রবি থেকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার কোড সম্পর্কে বিস্তারিত জানব তাই দেরি না করে চলুন ঝটপট দেখে আসি রবি থেকে রবি সিমে মিনিট ট্রান্সফার করার নিয়ম।
পেজ সূচিপত্র: রবি থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন
ভূমিকা
আমরা অনেক সময় একটি সিম থেকে অন্য আরেকটি সিনেমা ব্যালেন্স ট্রান্সফার করতে চাই কিন্তু বুঝতে পারি না কিভাবে ট্রান্সফার করা যায়? একটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা খুবই সহজ বাংলাদেশের সকল সিমে এখন ব্যালেন্স ট্রান্সফার করা যায়। আপনি যদি আজকের এই আর্টিকেলটি সম্পন্ন দেখেন তাহলে রবি থেকে জিপিতে জিপি থেকে রবিতে airtel এ বাংলালিংকে ও টেলিটক সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। প্রতিটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম একটু আলাদা তাই মনোযোগ সহ সম্পন্ন পোস্ট দেখতে থাকুন।
রবি থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন
প্রতিটি সিম অপারেটর ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ভিন্ন ভিন্ন নিয়ম ঠিক করেছেন অর্থাৎ রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম আলাদা গ্রামীন সিম থেকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম আলাদা। আমি প্রতিটি নিয়ম আজকে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের সাথে শেয়ার করব কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নিচে দেখে নিন রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম।
ধাপ ১) আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার থেকে *১৪০*৬*২ দেখা করতে হবে।
ধাপ ২) যত টাকা আপনি পাঠাতে চান সে পরিমাণ লিখে নিচের নীল send বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৩) আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান কিংবা যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি লিখে নিচের সেন্ড বাটনে ক্লিক করতে হবে। নাম্বারটি অবশ্যই রবি হতে হবে 018 দ্বারা শুরু হতে হবে।
ধাপ ৪) আপনার ফোনে দেখুন একটি মেসেজ এসেছে congratulation You have successfully transferred 70 Tk।
প্রিয় পাঠক অভিনন্দন আপনি সফলভাবে রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন। রবি সিম তাদের গ্রাহকদের জন্য এখন একটি সিম থেকে আর একটি সিমে ব্যালেন্স ট্রান্সফারের সুযোগ সুবিধা দিয়েছেন। ছবি থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার কোড হল *১৪০*৬*২#।
রবি সিম ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত রয়েছে
রবি সিমের বয়স একমাস না হওয়া পর্যন্ত রবি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফারের সুবিধা ভোগ করতে পারবেন না। অর্থাৎ এই সুবিধাটি শুধুমাত্র তারাই উপভোগ করতে পারবে যাদের সিমের বয়স এক মাস পূর্ণ হয়েছে। রবি সিম থেকে অন্য একটি রবি সিমে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এভাবে একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
মনে করুন প্রথম ধাপে ১০০ টাকা ট্রান্সফার করেছেন তার পরের ধাপে আরও ১০০ টাকা ট্রান্সফার করেছেন এভাবে পাঁচ বার ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন। একদিনে সর্বোচ্চ ৫০০ টাকাই ট্রান্সফার করা সম্ভব। এর অধিক টাকা ট্রান্সফার করার জন্য আবার দ্বিতীয় দিনের অপেক্ষা করতে হবে।
আরো পড়ুন: ঝাপসা ও ঘোলা ছবিকে ক্লিয়ার করার উপায় জানুন
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি উপরের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম কি। ওপরের এই নিয়ম অনুসরণ করলে আশা করছি খুব দ্রুত রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তবে যারা ইউএসএসডি কোড ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য নিচে দেখুন আরও একটি উপায় দেওয়া রয়েছে রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার।
রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার
অনেকে জিজ্ঞাসা করেন রবি থেকে রবি সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবো? একটি সিম থেকে কি আর একটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব? অবশ্যই সম্ভব এখন প্রতিটি সিম অপারেটর কোম্পানি একটি সিম থেকে অন্য একটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধা প্রদান করছে আপনি চাইলে আই রবি অ্যাপ এবং ইউএসএসডি কোড ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
মাই রবি অ্যাপ এর সুবিধা অনেক মাই রবি অ্যাপ ডাউনলোড থাকলে খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন এসএমএস ব্যালেন্স চেক করতে পারবেন ইন্টারনেট অফার ক্রয় করতে পারবেন একটি সিম থেকে অফার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে টাকা রিচার্জ করতে পারবেন। অর্থাৎ মাই রবি অ্যাপ থাকলে কোন প্রকার ইউএসএসডি কোড ব্যবহার করা ছাড়াই রবি সিমের যাবতীয় সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন:
কিন্তু যদি মাই রবি অ্যাপ না থাকে তাহলে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ইউএসএসডি কোড ব্যবহার করতে হবে আর সেই কোডটি হল *১২৩*১#। এই কোটি ব্যবহার করলে খুব সহজেই মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে যেকোনো রবি থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
উপায় ১
মোবাইল ফোনের ডায়ালপ্যাড থেকে *১২৩#ডায়াল করতে হবে। তারপর ১ টাইপ করে কল বাটনে ক্লিক করতে হবে।
উপায় ২
ব্যালেন্স এর প্যাকেজ নির্বাচন করতে হবে। কত টাকা ট্রান্সফার করতে চান উল্লেখ করতে হবে। যেমন ১০০ টাকা।
উপায় ৩
কাঙ্খিত নাম্বার ডায়াল করতে হবে। এই নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে ডায়াল করে ওকে বাটনে ক্লিক করতে হবে।
অভিনন্দন আপনি সফলভাবে রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন। এই তিনটি উপায় অনুসরণ করলে যে কোন মুহূর্তে রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আশা করছি ওপরের এত আলোচনার মাধ্যমে এতক্ষণে বুঝতে পেরেছেন কিভাবে একটি রবি থেকে অপর আরেকটি রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। ঠিক একইভাবে নিচে দেখে নিন রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করার নিয়ম।
রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করার নিয়ম
আপনি কি রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করতে চান? অনেকে মনে করেন রবি থেকে রবি সিমে মিনিট ট্রান্সফার করা সম্ভব নয়। কিন্তু এ ধারণাটি সম্পূর্ণ ভুল এখন যে কোন সিম অপারেটর থেকে অন্য আরেকটি সিমে মিনিট ব্যালেন্স এমবি প্যাকেজ ট্রান্সফার করা যায়। আর রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করা খুবই সহজ।
পরে আমরা রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম শেয়ার করলাম ঠিক একইভাবে প্রথমে ডায়াল প্যাড থেকে *123#টাইপ করতে হবে তারপর 1 চাপুন। এবার প্যাকেজ নির্বাচন করতে হবে অর্থাৎ যদি আপনি মেইন ব্যালেন্স থেকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে মেইন ব্যালেন্স নির্বাচন করুন অথবা যদি আপনি মিনিট ট্রান্সফার করতে চান তাহলে মিনিট বেছে নিন।
যেহেতু আমরা মিনিট ট্রান্সফার করা শিখছি সে ক্ষেত্রে এখানে মিনিট নির্বাচন করতে হবে। তারপর কত মিনিট ট্রান্সফার করতে চান সেটি উল্লেখ করতে হবে। এবার সর্বশেষ স্টেপ হল যে ব্যক্তির নাম্বারে আপনি মিনিট ট্রান্সফার করতে চান সে ব্যক্তির নাম্বারটি চাপুন। অভিনন্দন আপনি খুব অল্প সময়ের মধ্যে রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন।
অর্থাৎ রবি থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা মিনিট ব্যালেন্স ট্রান্সফার করা এবং এমবি প্যাকেজ ট্রান্সফার করার নিয়ম একই। শুধুমাত্র প্যাকেজ গুলো আলাদা আলাদা নির্বাচন করতে হবে যেমন যদি মিনিট ট্রান্সফার করতে চান তাহলে মিনিট প্যাকেজ বেছে নিতে হবে আর যদি এমবি প্যাকেজ ট্রান্সফার করতে চান তাহলে এমবি প্যাকেজ বেছে নিতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করতে হয়। এবার চলুন আমরা দেখে নেই রবি সিমের মিনিট কিভাবে দেখে?
রবি সিমের মিনিট কিভাবে দেখে
আপনি কি নতুন রবি সিম ইউজ করছেন? জানেনা কিভাবে রবি সিমে মিনিট দেখে? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন রবি সিমে মিনিট দেখার জন্য ডায়াল প্যাড থেকে *222*2#ডায়াল করতে হবে। যেকোনো সময় *222*2#ডায়াল করলে রবি সিমের অবশিষ্ট মিনিট চেক করতে পারবেন।
আমার অবশিষ্ট মিনিট ব্যালেন্স কত রয়েছে সে বিষয়ে জানার জন্য উপরের এই গতি ব্যবহার করতে হবে। তিন মিনিট ব্যালেন্স থাকলে বারবার চেক করতে হয় কারণ মিনিট ব্যালেন্স ফুরিয়ে গেলে মেইন ব্যালেন্স কাটা শুরু হবে। তাই প্রতিবার কথা বলা শেষে অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে হবে।
রবি সিমে মিনিট দেখার বিকল্প নিয়ম
রবি সিমে মিনিট দেখার আরো একটি দুর্দান্ত উপায়ে রয়েছে। আপনি যদি *২২২*২#ডায়াল করে রবি সিমের অবশিষ্ট মিনিট দেখতে না পারেন তাহলে *222*9#ডায়াল করতে হবে অথবা সরাসরি 222 নাম্বারে কল করতে হবে। 222 নাম্বারে কল করলে একজন প্রতিনিধি আপনার কল রিসিভ করে আপনার সমস্যা সমাধান করে দিবে।
এবং আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন আপনার সিমে অবশিষ্ট কত মিনিট রয়েছে তাহলে তারা আপনাকে আপনার অবশিষ্ট মিনিট জানিয়ে দিবেন। রবি সিমে গ্রাহকদের সেবার জন্য প্রতিনিধি থাকে তাদের সাথে যোগাযোগ করার জন্য 222 নাম্বারে কল দিতে হবে।
রবি থেকে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার
আপনি যদি ইউএসএসডি কোড ব্যবহার করে রবি থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে নিচের উপায়টি অনুসরণ করতে হবে। রবি গ্রাহকদের জন্য রবি সিমে কোম্পানি রবি সিম থেকে যে কোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধা প্রদান করে। যেমন রবি সিম থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য *১২৩*৪#কোডটি ডায়াল করতে হবে।
এবং যারা banglalink সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ডায়াল প্যাড থেকে *1000# ডায়াল করতে হবে। এছাড়াও আপনি যদি এসএমএসের মাধ্যমে banglalink সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করতে চান তাহলে নিচের উপায়টি অনুসরণ করুন।
বাংলালিংক থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার
বাংলালিংক থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য বাংলালিংক ব্যবহারকারীদের BTR ঐচ্ছিক স্থানান্তর যোগ্য নাম্বার 019XXXXXX টাইপ করতে হবে। তারপর আপনি কত টাকার ট্রান্সফার করতে চান সেই পরিমাণ টাইপ করতে হবে। যেমন ১০০ টাকা টাকা টাইপ করে 1000 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। দুই থেকে তিন মিনিটের মধ্যে সফলভাবে আপনার কাছে একটি মেসেজ আসবে যে আপনি বাংলালিংক থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম রবি থেকে রবি মিনিট ট্রান্সফার করার নিয়ম রবি থেকে রবি বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম এবং রবি সিমে মিনিট কিভাবে দেখে। বাংলাদেশের সেরা অপারেটর গুলোর মধ্যে একটি হল রবি সিম ২০১৯ সালের তথ্য অনুসারে জানা যায় যে রবি সিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিমগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী।
শিক্ষার্থীর রবি সিম ব্যবহার করতে খুবই ভালোবাসে রবি সিমে খুব অল্প টাকাতে একে অপরের সাথে যোগাযোগ করা যায়, মিনিট প্যাকেজ ক্রয় করা যায় এসএমএস ব্যান্ডেল ক্রয় করা যায় পাশাপাশি রবি সিমে খুব অল্প মূল্যে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করা যায়। রবি সিমের সুযোগ সুবিধা কারণে বর্তমান সময়ের বেশিরভাগ গ্রাহক এখন রবি সিম ব্যবহার করতে ভালোবাসে।
তাই আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম কিভাবে রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা একটি সিম থেকে আর একটি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে চাই কিন্তু পারিনা এবং ভাবতে থাকি কিভাবে রবি থেকে অন্যান্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। আপনি যদি রবি থেকে রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে ওপরে দেখে নিন আমরা উপায় গুলো আলোচনা করেছি।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url