আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন
আমরা ছোট থেকেই আতা গাছে তোতা পাখি কবিতাটি শুনে আসছি। কিন্তু আসলে কে এই আতা গাছে তোতা পাখি কবিতা লিখেছেন? আজকের এই পোস্টে আমরা আতা গাছে তোতা পাখি কবিতা দেখব এবং আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো।
তাই প্রিয় পাঠক মনোযোগ সহ আর্টিকেলটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই আর্টিকেলে আমরা আতা গাছে তোতা পাখি ইংরেজিতে শেয়ার করব এবং আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন সে বিষয়টি আলোচনা করব।
পেজ সূচিপত্র: আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন
ভূমিকা
আমরা অনেকেই হয়তো এই আতা গাছে তোতা পাখি কবিতাটি শুনেছি। সবচেয়ে জনপ্রিয় বাংলা কবিতার মধ্যে একটি হলো আতা গাছে তোতা পাখি কবিতা। ছোট বাচ্চাদের কে এই কবিতাগুলো মুখস্ত করানো হয় কবিতাগুলো খুবই সুন্দর। ক্লাস ওয়ানের বাচ্চাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে যে আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন অথবা আতা গাছে তোতা পাখি সম্পূর্ণ কবিতা বাংলায় লেখ। আমাদের প্রত্যেকেরই আতা গাছে তোতা পাখি এই কবিতাটি মুখস্ত রয়েছে কিন্তু কে লিখেছে এই কবিতাটি সেই বিষয় হয়তো আমরা অনেকেই জানিনা। তাই নিচে দেখে নিন আতা গাছে তোতা পাখি কবিতার লেখক কে।আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন
আতা গাছে তোতা পাখি এই কবিতাটি লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। তাই ১০০ বছরেরও বেশি সময় থেকে বাংলা বইয়ে আতা গাছে তোতা পাখি এই কবিতাটি জনপ্রিয় রয়েছে। যোগীন্দ্রনাথ সরকার তিনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন। তার লেখা প্রতিটি কবিতায় অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে আতা গাছে তোতা পাখি এই কবিতাটি প্রায় একশ বছরেরও বেশি সময় থেকে জনপ্রিয় রয়েছে।আতা গাছে তোতা পাখি এই কবিতাটির মাধ্যমে যোগীন্দ্রনাথ সরকার বহু জনপ্রিয়তা লাভ করেছেন। ছোট বাচ্চাদের কবিতার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো আতা গাছে তোতা পাখি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছে আতা গাছে তোতা পাখি কবিতা যোগীন্দ্রনাথ সরকার লিখেছেন। এবার চলুন আমরা যোগিন্দ্রনাথ সরকার সম্পর্কে জীবনী দেখে আসি।
যোগিন্দ্রোনাথ সরকার এর জীবনী
যোগীন্দ্রনাথ সরকার একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক তার জন্ম হয়েছিল ২৮ অক্টোবর ১৮৬৬ খ্রিস্টাব্দে এবং তিনি ছাব্বিশে জুন ১৯৩৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন কঠোর সমালোচক। বাংলার শিশু সাহিত্যের মধ্যে তিনি শ্রেষ্ঠ সম্মানিত ব্যাক্তি। যোগীন্দ্রনাথ সরকার দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রাতের জন্মগ্রহণ করেছিলেন তার আদি নিবাস হলো যশোরে এবং তার পিতার নাম হল নন্দলাল সরকার।
যোগের জোড়া সরকারের দাদা ছিল বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ। যোগীন্দ্রনাথ সরকার ব্রাক্ষণ ধর্মাবলম্বী ছিলেন। যোগীন্দ্রনাথ সরকার তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত। তিনি প্রথম কলেজিয়েট স্কুলে তার শিক্ষকতার পেশা শুরু করেন এবং সেখানে বেতন ছিল মাত্র ১৫ টাকা। সেই সময় থেকেই তিনি শিশুদের জন্য বিভিন্ন শিশু সাহিত্য এবং শিশু কবিতা রচনা করতেন তার গল্পগুলো ছিল খুবই মজার এই জন্য তিনি খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন
আরো পড়ুন: আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, করনীয় কি?
তিনি ছবির সাহায্যে সমূহ চেনাতে সক্ষম হয়েছিলেন তার কবিতাগুলোর সাথে সুন্দর সুন্দর ছবি থাকতো যার ছোট শিশুদের মনে কল্পনার জগতকে সৃষ্টি করতে সাহায্য করত। যোগীন্দ্রনাথ সরকারের সংগৃহীত একটি ছড়া প্রকাশিত পায় ১৯৯৯ সালে সেই ছড়াটির নাম হল ''খুকুমনি''। ১৯৯৭ খ্রিস্টাব্দে তার রচিত আরো একটি বই প্রকাশিত হয়েছিল ''হাসিখুশি''।
এভাবে যোগীন্দ্রনাথ সরকার বিভিন্ন ধরনের ছড়া ও গল্পের কাহিনী লিখতে শুরু করেন এবং তার গল্প ও কাহিনী গুলোর জনপ্রিয়তা লাভ করে যোগীন্দ্রনাথ সরকারের লেখা সবচেয়ে জনপ্রিয় একটি কবিতা হল আতা গাছে তোতা পাখি। তার এই কবিতাটি প্রায় কয়েকশো বছর থেকে বাংলাদেশের জনপ্রিয় রয়েছে। ছোট বাচ্চাদের বইয়ের সব সময় এই ছড়াটি দেখতে পাওয়া যায়। আমরা প্রত্যেকেই এই ছড়াটি জানি। প্রিয় পাঠক আশা করছি ওপরের আলোচনার মাধ্যমে আপনি যোগীন্দ্রনাথ সরকারের জীবনী সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা দেখে আসি আতা গাছে তোতা পাখি লিরিক্স।
আতা গাছে তোতা পাখি লিরিক্স
আতা গাছে তোতা পাখি কবিতা হয়তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এটি খুবই জনপ্রিয় একটি কবিতা। এই কবিতাটি লিখেছেন জোগিন্দ্রনাথ সরকার। যোগীন্দ্রনাথ সরকার এর আরও এমন জনপ্রিয় কিছু কবিতা রয়েছে যেমন ঠাকুরমার ঝুলি, গল্প সঞ্চয় পশুপক্ষী বন জঙ্গলে হাসির গল্প। যোগীন্দ্রনাথ সরকার শিশু শিল্পী হিসেবে প্রচুর জনপ্রিত লাভ করেছেন নিজে দেখে নিন তার জনপ্রিয় একটি কবিতা আতা গাছে তোতা পাখি।
আতা গাছে তোতা পাখিঃ,,,ডালিম গাছের মৌঃ
এত ডাকি তবু কথাঃ কও না কেন বউ??
এই লিরিকসটি খুবই জনপ্রিয়। এবার চলুন আমরা দেখে আসি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই কবিতাটি কোন ছন্দের প্রয়োগ ঘটেছে।
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই কবিতাটি কোন ছন্দের প্রয়োগ ঘটেছে
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই কবিতাটি খুবই জনপ্রিয় খুবই সহজ এবং এটি লোকমুখী ছন্দে তৈরি হয়েছে।। এজন্য আতা গাছে তোতা পাখি এই কবিতাকে লোক গীতির ছন্দ অথবা তালবদ্ধ ছন্দ বলা হয়।তালবদ্ধ অথবা লোকগীতি বদ্ধ ছন্দ এই কবিতার প্রয়োগ ঘটেছে। এই ছন্দে রচিত শব্দ গুলো খুবই সহজ এবং স্পষ্ট বাচ্চারা খুব সহজেই শব্দগুলো মুখস্ত করতে পারে এবং উচ্চারণ করতে পারে।
এই ছন্দে খুবই কম অলংকার ব্যবহার করা হয় এই জন্য শুনতে খুবই ভালো লাগে এবং এই ছন্দটির একটি নির্দিষ্ট তাল রয়েছে। ছন্দটি নির্দিষ্ট তালে অথবা গতিতে যায় এজন্য শুনতে বেশ ভালো লাগে। এই ছন্দ তে প্রাকৃতিক বর্ণনা রয়েছে এজন্য বাচ্চারা কবিতাটি শুনে নিজের মনে একটি কল্পনার চিত্র তৈরি করে। যেমন আতা গাছে তোতা পাখি সব কিছু প্রাকৃতিক উপাদান।
এই ছন্দ টি খুবই জনপ্রিয় শিশুরা এই ছন্দটি বলতে খুব ভালোবাসে এবং ছন্দটি বলে হাসিখুশি থাকেন। এখনো গ্রামাঞ্চলে অনেকেই ছন্দটি বলে। তাই বলা যায় যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই কবিতাটির তালবদ্ধ ছন্দের প্রয়োগ ঘটেছে। প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আতা গাছে তোতা পাখি এটি কোন ছন্দে রচিত। এবার চোদনা আমরা দেখে আসি তোতাপাখির ইংরেজি নাম কি।
তোতা পাখির ইংরেজি নাম কি
আপনি কি জানেন তোতা পাখির ইংরেজি নাম কি? তোতা পাখি বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং তোতাপাখিয়ে দিয়ে একটি ছন্দ রয়েছে যেমন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। এই ছন্দ থেকে তোতা পাখির পরিচয় ঘটে তোতা পাখির বৈজ্ঞানিক নাম হলো psittaciformes ।
তোতা পাখির ইংরেজি নাম হলো parrot।
তোতা পাখি দেখতে খুবই সুন্দর হয়। তোতা পাখি এর শরীর সবুজ রঙের এবং এর ঠোঁট সম্পূর্ণ লাল হয় দেখতে খুবই সুন্দর এবং এরা সবচেয়ে বুদ্ধিমান হয় পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসেবে বিবেচিত হয় এই তোতাপাখির মানুষের কন্ঠ নকল করতে পারে। প্রিয় পাঠক আশা করছি আপনি বুঝতে পেরেছেন তোতা পাখির ইংরেজি নাম কি এবং তোতা পাখির বৈজ্ঞানিক নাম কি। এবার চলুন আমরা দেখে আসি Ata gache tota pakhi in english।
Ata gache tota pakhi in english
আতা গাছে তোতা পাখি ইংলিশে মুখস্ত করতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আজকের এই আর্টিকেলে আমরা আতা গাছে তোতা পাখি ইংলিশে শেয়ার করব। আতা গাছে তোতা পাখি বাংলা মুখস্ত করার পাশাপাশি ইংরেজিতে মুখস্ত করে রাখুন।
A parrot in on the apple tree, honey is on the pomegranate tree,, why don't you talk wife?
এটি হলো আতা গাছে তোতা পাখি ইংলিশে। ইংলিশে আতা গাছে তোতা পাখি ছড়াটি মুখস্ত করে আপনার বন্ধুবান্ধবদেরকে অবাক করে দিতে পারবেন। আমরা অনেকেই তো আতা গাছে তোতা পাখি বাংলাতে জানি কিন্তু ইংলিশে খুব কম সংখ্যক মানুষ জানে। তাই তাদের সামনে আতা গাছে তোতা পাখি ইংলিশে কবিতাটি বলে আপনি তাদেরকে অবাক করে দিতে পারবেন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম আতা গাছে তোতা পাখি কবিতা কে লিখেছেন তোতাপাখির ইংরেজি নাম কি এবং আতা গাছে তোতা পাখি এটি কোন ছন্দে রচিত হয়েছে। ছোটকাল থেকে আমরা আতা গাছে তোতা পাখি এই কবিতাটি শুনে আসছি। আমরা অনেকেই হয়তো আতা গাছে তোতা পাখি এই কবিতাটি জানি কিন্তু আতা গাছে তোতা পাখি এই কবিতাটি কে লিখেছেন অথবা এর লেখক কে সেই বিষয় হয়তো কেউই জানিনা।
কারণ এই পৃথিবীতে শুধুমাত্র কর্মকে মনে রাখা হয় কিন্তু কর্মীকে মনে রাখা হয় না।। অর্থাৎ আতা গাছে তোতা পাখি কর্মটি আমাদের ঠিকই মনে আছে কিন্তু তার কর্মী অথবা তার সৃষ্টিকর্তাকে তাকে আমরা ভুলে গেছি। আতা গাছে তোতা পাখি কবিতাটি লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। যোগেন্দ্রনাথ সরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ সমালোচক। এর এই পোস্টে আমরা যোগীন্দ্রনাথ সরকারের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ।
এছাড়াও আজকের এই আর্টিকেলে আমাদের মেইন টপিক ছিল আতা গাছে তোতা পাখি কে লিখেছেন এবং আতা গাছে তোতা পাখি এই কবিতাটি কোন ছন্দে রচিত আতা গাছে তোতা পাখি এই কবিতাটি তালবদ্ধ ছন্দে রচিত। আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আতা গাছে তোতা পাখি এই কবিতাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url