আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে? আলু গাছের পাতা কোকড়ানো রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এই রোগের সমাধান কি? আজকের এই আর্টিকেলে আমরা আলু গাছের পাতা কোকড়ানো রোগের লক্ষণ ও সমাধান নিয়ে আলোচনা করব পাশাপাশি আলু খেলে কি হয় সে বিষয়গুলো ব্যাখ্যা করব। 
আলু গাছের পাতা কোকড়ানো রোগ
আপনি যদি এই আর্টিকেলটি সম্পন্ন দেখেন তাহলে আপনি গ্যারান্টি সহ আপনার আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমাধান করতে পারবেন। অনেকেরই আলু গাছের পাতা কোকড়ানো রোগ দেখা দেয় কিন্তু এই রোগ সারানো খুবই সহজ সামান্য কয়েকটি উপায় অনুসরণ করলে খুব সহজে এই রোগ থেকে রেহাই পাবেন। তারপর দেখে নেই আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমাধান। 

পেজ সূচিপত্র : আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

          ভূমিকা          

আমরা অনেকেই আলু খেতে খুব ভালোবাসি। তাই বাসাতে আলোর গাছ লাগাই কিন্তু আলু গাছের সঠিক পরিচর্যা না করলে আলু গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। অথবা আলু গাছ মরে যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন ধরনের আলু রয়েছে যেমন মেয়েকে আলু পেস্তা আলু মাচা আলু গজ আলু মোম আলু মাইটা আলু। বিভিন্ন অঞ্চলে এই আলো চাষ করা হয়। 

আলু diocoreaceae পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ। আলু গাছ এক মৌসুমে ফলন দিয়ে মরে যাই পরের বছর আবার সেই মূল থেকে নতুন করে চারা এর কান্ড এর গায়ের ছোট ছোট কাল যে বেগুনি রংয়ের আলু তৈরি হয় এবং মাটির নিচে আকারে বড় বড় বাদামী রঙের আলো হয়। মাটির নিচের আলো গুলো প্রতি বছরের একটু একটু করে বড় হতে থাকে। মাটির নিচের আলুর পরিমাণ খুব কম হয় কিন্তু আলু গাছের কাণ্ডে যে সমস্ত আলু গুলো জন্মায়। 

এই আলুগুলো প্রতি বছর প্রচুর পরিমাণে জন্মায় এবং উভয় আলু খাওয়ার যোগ্য। গাছের আলুর জন্য এভাবে কোন যত্নের প্রয়োজন হয় না। আপনারা যারা বাসায় আলু গাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আজকের আর্টিকেলে আমরা আলু গাছের প্রচার জানিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বাসাতে আরো গাছ লাগায় কিন্তু আলু গাছের পাতাগুলো কোকড়ানো হয়ে যায় এর কারণ কি?  কারণ এবং সমাধান জানতে নিচে দেখে নিন। 

আলু গাছের পাতা কোকড়ানো রোগ 

Potato leaf disease ভাইরাসটি আক্রমণ করলে আলুর পাতা মোড়ানো অথবা আলুর পাতা কোকড়ানো রোগ দেখা দেয়। বিভিন্ন আলো গাছে এই আলুর পাতার প্রোগ্রামে রোগ তৈরি হয়।। আলু গাছের সঠিকভাবে ভাইরাস দমনের ব্যবস্থা করা না হলে এমন রোগ দেখা দেয়। আলুর পাতাগুলো কুঁকড়ে গেলে সঠিকভাবে আলু জন্মায় না যার ফলে গাছে আলোর সংখ্যা খুবই কম হয়।

এই কোকড়ানো রোগ ছোঁয়াচে রোগের মত কাজ করে অর্থাৎ একটি আলু গাছের পাতা কুঁকড়ে গেলে সাথে থাকা আরো অন্যান্য আলু গাছের পাতাগুলোও কুঁকড়ে যায়। ফলে সেই বছরে আলুর ফলন কম হয়। তাই আমরা আজকের এই পোস্টে আলুর গাছের পাতা কোকড়ানো রোগের সমাধান শেয়ার করব। বাসায় আলু গাছ লাগালে আপনাকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সাবধান থাকতে হবে এবং আলু গাছে ভাইরাস দমনে ব্যবস্থা নিতে হবে। আলু গাছের পাতা কুঁকড়ে গেলে কি কি সমস্যা হয়?

আলু গাছের পাতা কুঁকড়ে গেলে কি কি সমস্যা হয় 

আপনি কি জানেন আলু গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে? আলু গাছের পাতা কুঁকড়ে ঘেরে গাছের পাতা খসখসে ও খাড়া হয়ে উপরের দিকে উঠতে থাকে সাথেই আগার পাতার রং গুলো সবুজ হয়ে যায়। কখনো কখনো আক্রান্ত পাতাগুলোর কিনারা লালচে বেগুনি এবং হলুদ আকার ধারণ করে। আলু গাছের পাতা পুকুরে গেলে সঠিকভাবে আলুর ফলন হয় না। আলোর সংখ্যা কমে যায়। 
  • আলু আকারে ছোট হয়। 
  • আক্রান্ত গাছের পাতা আগে তুলনায় অধিক খসখসে হয়ে থাকে।
  • পাতাগুলো উপরের দিকে যেতে থাকে। 
  • আলু গাছের সঠিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং গাছ ধীরে ধীরে খাটো হতে থাকে। 
  • গাছের পাতার রং গুলো হালকা হলুদ ও সবুজ হয়েছে ওঠে। 
  • প্রতিবছরের তুলনায় আলুর সংখ্যা কম হবে। এবং আলুগুলো আকারে অনেক ছোট ছোট হবে। 
  • আলুর গায়ে কালো কালো হবে।
  • গাছের পাতাগুলো বেগুনি রং ধারণ করবে।
আলু গাছের পাতা কুঁকড়ে গেলে উপরের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আলু গাছের পাতা কুঁকড়ে গেলে সঠিকভাবে গাছের বৃদ্ধি হবে না গাছ ধীরে ধীরে আরো খাটো হতে থাকবে এবং আলুর জন্মতে বাধা প্রদান করবে যার ফলে আলোর সংখ্যা অনেক কম হবে এবং আলু আকারে ছোট হবে। প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আলু গাছের পাতা কুঁকড়ে গেলে কি কি সমস্যা হয়। এবার চোদনে আমরা দেখে আসি আলু গাছের পাতা কোকড়ানো রোগের সমাধান। 

আলু গাছের পাতা কোকড়ানো রোগের সমাধান

আপনি কি বাসায় আলু গাছ লাগাতে ভালোবাসেন? আমরা অনেকেই বাসায় ফসল ফলাতে ভালবাসি বাসার শাকসবজি গুলো দিয়ে রান্না করলে খাবার অনেক বেশি সুস্বাদু হয় এবং এই খাবারগুলোতে কোন কেমিক্যাল মেশানো থাকে না যার ফলে খাবার গুলোর সম্পূর্ণ পুষ্টি লাভ করতে পারি। এছাড়াও বাসায় গাছ লাগালে বাসার সৌন্দর্যতা বৃদ্ধি পায়, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। 
  • এজন্য অনেকেই বাসাতে আলুর গাছ মরিচ গাছ পেঁয়াজ কাজ ফলন করেন। এতে শাকসবজি গুলো খাওয়ার কাজে ব্যবহার করা হবে আবার বাসায় সৌন্দর্য তাও বৃদ্ধি পাবে সাজেই মনে এক আলাদা প্রশান্তি আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় গাছের পাতা কোঁকড়ে যায়। গাছের পাতা কোকড়ানো রোগের সমাধান কি? গাছের পাতা কোকড়ানো রোগের সমাধান পেতে নিচের  উপায় গুলো অনুসরণ করুন। 
  • আক্রান্ত গাছ টিউব সহ তুলে ফেলুন এবং অন্য আরেকটি জায়গায় প্রতিস্থাপন করুন। 
  • আক্রান্ত গাছে ভাইরাস দমনের ব্যবস্থা নিতে হবে যেমন ডায়াজিনন এসাটাফ টিডো ডাইম্যাথোয়েট এবং অ্যাডমায়ার। 
  • রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে এবং নিয়মিত আলুর গাছে পানি দিতে হবে। 
  • আলু গাছের নিয়মিত যত্ন নিতে হবে। 
  • আলু গাছের যেই পাতাগুলো কুঁকড়ে গেছে সে পাতাগুলো কেটে ফেলতে হবে।
  • আলু পাতা কোকড়ানো রোগ হলে আলু পাতার কিনারা বেগুনি কিংবা হলুদ রং ধারণ করে এই কিনারাগুলোকে কেচির সাহায্যে কেটে ফেলতে হবে।
এই কয়েকটি উপায় অনুসরণ করলে খুব দ্রুত গাছের পাতাগুলো আবার আগের মতো খরতা যা হবে। আর গাছে পরিচর্যা করা খুবই জরুরী। সঠিকভাবে গাছের যত না নিলে গাছ বেড়ে উঠবে না আর গাছের পাতা কোকড়ানো রোগ 

হলে আর সঠিকভাবে বেড়ে ওঠে না এবং গাছ ধীরে ধীরে আরো খাটো হতে থাকে এজন্য গাছে সঠিকভাবে যত্ন নিন এবং আক্রান্ত পাতাগুলো কেটে ফেলুন। আলু গাছের কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়গুলো জানতে নিচে দেখে নিন।

আলু গাছের পরিচর্যা 

আপনি কি আলু গাছের পরিচর্যা করতে চান? ঠিকভাবে আলু গাছের পরিচর্যা না করলে বারবার আলু গাছের পাতা কোকড়ানো রোগ দেখা দিবে সাথে আরও বিভিন্ন সমস্যা তৈরি হবে যেমন আলু গাছের পাতা কালো হয়ে যাওয়া, আলু গুলো আকারে ছোট হয়ে যাওয়া আলুর গায়ে কালো দাগ অথবা স্পট হওয়ার সাথে আলুর নরম হয়ে যেতে পারে। আলু গাছের সঠিকভাবে যত নেওয়া হলে আলু দ্রুত বেড়ে ওঠে। তাই আলু গাছের পরিচর্যা করা খুবই জরুরী।

উপাদান
জমির পুরো একর প্রতি আলু গাছের ১১৫ কেজি ইউরিয়া ব্যবহার করতে হবে। 
বরণ সার ৪-৬ কেজি ব্যবহার করতে হবে
MOP ১১২ কেজি ব্যবহার করতে হবে।
জিপসাম ৪২ কেজি। 
জিংক সালফেট ৪ কেজি এবং 
TSP ৭৪ কেজি।

ব্যবহার প্রণালী
প্রতিটি উপাদান যেমন ক্রিয়া জিপসাম জিংক সালফেট  MOP এবং বোরন সার অর্ধেক মান সম্পূর্ণ টিএসপি এর সাথে মিশিয়ে আলু বপনের সময় ষাঁড়ের নালায় দিতে হবে। বাকি অর্ধেক সার রোপনের ৩৪ থেকে ৩৮ দিনের মধ্যে ওপরে হালকা করে প্রয়োগ করতে হবে।  এতে আলুকা সঠিকভাবে বেড়ে উঠবে এবং দ্রুত আলু বড় বড় হবে। 

আর যদি আলু গাছের পাতা কোকড়ানো রোগ দেখা দেয় তাহলে আরো গাছের পাতাতে এসাটাফ, টিডো অথবা অ্যাডমায়ার ব্যবহার করতে হবে এতে দ্রুত কোঁকড়ানো রোগ সেরে যাবে আর যে পাতাগুলো কুঁকড়ে গেছে এবং বেগুনি কিংবা সবুজ বর্ণ ধারণ করেছে সেই পাতাগুলোকে কেটে ফেলতে হবে।  আশা করছি ওপরের এই নিয়মগুলো অনুসরণ করলে খুব দ্রুত আলু গাছের পাতা কোকড়ানো রোগ থেকে রেহাই পাবেন। 

আলু খেলে কি হয় 

আপনি কি জানেন আলু খেলে কি হয়? প্রত্যেকে তরকারিতে আলু খেতে খুব ভালোবাসি যে কোন সবজির সাথে আলু মিশিয়ে রান্না করলে তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। আলু ছাড়া তরকারি যেন ঠিক জমে ওঠেনা। ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই আলু খেতে খুব ভালোবাসে বাঙালি বাড়িতে প্রতিদিন সকালে আলুর দম দিয়ে লুচি তৈরি করা হয় এটি খেতে খুবই সুস্বাদু। 

এতদিন অনেকে আলু খেয়েছি কিন্তু জানিনা আলু খেলে কি হয়? আলু খেলে কোলেস্টেরল কমে। আলু খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আলু খেলে ওজন বাড়ে আলু খাওয়ার উপকারিতা অনেক রয়েছে। আলু থেকে ভিটামিন বি ৬ পাওয়া যায় এটি ত্বকের জন্য উপকারী ত্বক দাগ ব্রণ দূর করে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করে, ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। নিয়মিত আলু খেলে
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে 
  • ওজন বেড়ে যায়
  • ত্বক সুন্দর হয় 
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় 
  • কোলেস্টেরল কমে 
  • কোষ্ঠকাঠিন্য দূর হয় 
  • কিডনি থেকে পাথর দূর হয় 
  • পেটের নানান সমস্যা যেমন: আমাশয় ডায়রিয়া বদ হজম দূর হয় 
  • আলুতে প্রচুর ফাইবার রয়েছে এটি হজম শক্তিকে উন্নত করে 
  • দাঁত ও নারীর সমস্যাকে দূর করে 
  • মস্তিষ্ককে আরো উন্নত করে এবং বুদ্ধি বিকাশ করে। 
  • গর্ভকালীন সময় আলু খেলে দ্রুত বাচ্চার বুদ্ধি বিকাশ হয়। 
আলু খেলে উপরের উপকারিতা গুলো লাভ করা যায়। আলু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে অতিরিক্ত আলু খেলে শরীরে তাপ উৎপন্ন হতে পারে যার ফলে অতিরিক্ত গরম লাগতে পারে তাই গ্রীষ্মকালে অতিরিক্ত আলু খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া বিজ্ঞানীরা বলেন নিয়মিত আলো ফেলে স্মৃতিশক্তি উন্নত হয় ত্বক সুন্দর হয় বুদ্ধি বিকাশ হয় এবং পেট সংক্রান্ত সমস্যা দূর হয়। 

উপসংহার : আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

সুপ্রিয় পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম আলু গাছের পাতা কোকড়ানো রোগ কেন হয় এবং এ রোগের সমাধানটি সাথে আলু গাছের পাতা কুকড়ে গেলে কোন সার ব্যবহার করতে হবে এবং আলু গাছের পরিচর্যা করার উপায় কি। অনেকেই বাসাতে শাকসবজি ফলাতে ভালবাসি। শাক সবজি বাসাতে ফলালে বাসা সৌন্দর্য বৃদ্ধি পায়। সবজিগুলো রান্নার কাজে ব্যবহার করতে পারব।

অনেকেই বাসাতে আলু কাজ মরিচ গাছ পেঁয়াজ কাজ টমেটো গাছ লাগান। তবে যদি আলু গাছের পাতা কুঁকড়ে যায় কিংবা কোঁকড়ানো রোগ হয় এক্ষেত্রে করণীয় কি? আজকের এই আর্টিকেলে আমরা আলু পাতা কোকড়ানো রোগ এর সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম সাথে কিভাবে আলু গাছের পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো ব্যাখ্যা করলাম। আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url