বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো বিস্তারিত জানুন

আপনি কি বড়দের ঘামাচি পাউডার খুঁজছেন? ভাবছেন বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো ? বর্তমান সময়ে বাংলাদেশে এত বেশি গরম পড়ছে যে প্রত্যেকের শরীরে ছোট ছোট ঘামাচি দানা তৈরি হচ্ছে। ঘামাচি প্রচুর প্রদাহ ও চুলকানি সৃষ্টি করে। তাই আমরা আজকের এই আর্টিকেলে বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো, ঘামাচি কমানোর উপায় ও ঘামাচির ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো
আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখেন তাহলে ঘামাচি দূর করার উপায় সম্পর্কে জানতে পারবেন। ছোট কিছু স্টেপ অনুসরণ করার মাধ্যমেই ঘামাচিদের সারা জীবনের জন্য দূর করা সম্ভব। চলুন তাহলে আর দেরি না করে আমরা ঝটপট দেখে আসি বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো এবং ঘামাচি কমানোর উপায় কি এবং ঘামাচির ঔষধের নাম কি। 

পেজ সূচিপত্র: বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো বিস্তারিত জানুন

       ভুমিকা       

হালকা মেঘ ও ঝড়ের দেখার মিললেও কিন্তু চরিত্রের মূল বৈশিষ্ট্য হলো অতিরিক্ত গরম। তীব্র গরমে জনগণ অতিষ্ট হয়ে উঠেছে সাথেই গরমে তৈরি হচ্ছে এখন ঘামাচির সমস্যা। ত্বকে ছোট ছোট ও লাল লাল ফুসকুড়ি গুলো ত্বকে প্রদাহ সৃষ্টি করে অতিরিক্ত চুলকানি হয়। চিকিৎসা করে বলেন ঘামাচি প্রতিরোধ করার জন্য গরম এড়িয়ে চলতে হবে। গরম কিভাবে এড়িয়ে চলব? 

গরম তো আবহাওয়ার উপর নির্ভরশীল। অতিরিক্ত গরম এড়িয়ে চলা কোনভাবেই সম্ভব নয় কিন্তু ঘামাচি প্রতিরোধ করা সম্ভব। হালকা কিছু উপায় মেনে চললে ঘামাচিকে প্রতিরোধ করা যায় তাই আজকের এই আর্টিকেলে আমরা বড়দের ঘামাচি দূর কমানোর উপায় কি এবং বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব।

ঘামাচি কি 

আপনি কি জানেন ঘামাচি কি? ঘামাচি একটি চর্ম রোগের নাম। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঘামাচি কি থেকে তৈরি হয়? ঘামাচি তৈরি হয় আমাদের শরীরের ঘাম থেকে। অতিরিক্ত গরমে শরীর ঘামতে থাকে এবং এই ঘামগুলো শরীরের ত্বকের যে ছোট ছোট লোম রয়েছে সেই রোমে প্রবেশ করে এতে সেই অংশটি ফুলে ওঠে। সেই অংশটি ফুলে উঠে লাল আকার ধারণ করে এবং এটি হলো ঘামাচি। এই ঘামাচির জন্য অতিরিক্ত জ্বালাপোড়া ও প্রদাহ সৃষ্টি হয় সাথেই চুলকানি তো রয়েছেই। কিভাবে এই ঘামাচিকে দূর করতে হয় আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

ঘামাচির প্রকারভেদ 

আপনি কি জানেন ঘামাচি কয় ধরনের হয়? ঘামাচি প্রায় তিন ধরনের হয়ে থাকে। ১) miliaria cristallina ২) Miliaria profunda ৩) miliaria rubra। Miliaria profunda ও miliaria cristallina এটি সাধারণ ঘামাচি কিন্তু Miliaria rubra অনেক ক্ষতি কর। Miliaria rubra ওপরে হলুদ বর্ণ দেখা যায় এই ঘামাচি গুলো খুব সহজে সেরে ওঠেনা এবং দীর্ঘদিন এর ব্যথা প্রদাহ চুলকানি থাকে। Miliaria rubra এটি ছোঁয়াচে রোগের মত কাজ করে অর্থাৎ একজন থেকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে যায়। 

বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো 

বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো? প্রতিটি ঘামাচি তাড়াতাড়ি ভালো। এ বিষয়ে চিকিৎসা করে বলেন ঘামাচি থেকে বাঁচতে ঘাম এড়িয়ে চলতে হবে। কিন্তু গরমে তো ঘাম হবেই ঘাম থেকে কিভাবে এড়িয়ে চলবো? ঘাম থেকে এড়িয়ে চলার জন্য বেশি বেশি পাউডার ব্যবহার করতে হবে এবং গোসল করার সময় বেশি সাবান ব্যবহার করতে হবে এতে ঘামের পরিমাণ কমতে পারে। কিছু মানুষের অতিরিক্ত ঘাম হয় আবার কিছু মানুষের সাধারণ ঘাম হয়। অতিরিক্ত ঘাম হলে ঘামাচি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু নিচের এই পাউডার গুলো ব্যবহার করলে আশা করছি অতিরিক্ত ঘাম থেকে বাঁচবেন এবং ঘামাচি প্রতিরোধ হবে। 

তিব্বত ঘামাচি পাউডার

বহুকাল আগে থেকে এই তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করে আসা হচ্ছে তিব্বত ঘামাচি পাউডার ঘামাচি দূর করার জন্য এক নাম্বার পাউডার হিসেবে আমরা চিনি। ছোট থেকে শুরু করে বড়রা প্রত্যেকের তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করতে পারবে ব্যবহার করার ফলে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তিব্বত ঘামাচি পাউডারে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যার দ্রুত ঘামাচি প্রতিরোধ করতে সাহায্য করে। তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করার ফলে ত্বকে কোন ক্ষত সৃষ্টি হয় না। 

তিব্বত ঘামাচি পাউডার সাত থেকে আট দিন নিয়মিত ব্যবহার করলে খুব দ্রুত ঘামাচি প্রতিরোধ হবে। তিব্বত পাউডার এর দাম হল ৫০ টাকা। ১০০ গ্রাম তিব্বত ঘামাচি পাউডারের দাম ৫০ টাকা। তিব্বত ঘামাচি পাউডার সাধারণত ১০০ গ্রামেরই পাওয়া যায়। অর্থাৎ এর চেয়ে ছোট কিংবা বড় বোতল পাওয়া যায় না। 

মিল্লাত ঘামাচি পাউডার 

ঘামাচি পাউডার ত্বকের জন্য খুবই উপকারী এবং এটি বড়রা ব্যবহার করতে পারবে। তাদের শরীরে অতিরিক্ত ঘাম হয় তারা মিল্লাত ঘামাচি পাউডার ব্যবহার করুন এবং তাপকে শোষণ করে এতে ঘাম হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। লক্ষ্য করে দেখুন যখনই আমরা পাউডার ব্যবহার করি তখন ঘাম হওয়া বন্ধ হয়ে যায় এর কারণ হলো পাউডার শরীরের তাপকে শোষণ করার ক্ষমতা রাখে এর ফলে ঘাম হওয়ার প্রবণতা কমে যায়। 

এইজন্য অতিরিক্ত ঘামাচি থেকে বাঁচতে মিল্লাত ঘামাচি পাউডার ব্যবহার করুন নিয়মিত মিল্লাত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীর থেকে ঘামের দুর্গন্ধ দূর হবে ঘাম দূর হবে এবং ঘাম থেকে সৃষ্ট ঘামাচি দূর হবে। ১৫০ গ্রাম মিল্লাত ঘামাচি পাউডারের বাজার মূল্য ৮০ টাকা। যেকোনো দোকানেই সহজেই এই মিল্লাত ঘামাচি পাউডার কিনতে পারবেন। 

Dermi cool prickly powder

ঘামাচি দ্রুত দূর করার জন্য এবং শরীরের তাপমাত্রা কমানোর জন্য Dermi cool prickly powder ব্যবহার করুন। এই পাউডারটি ব্যবহার করলে শরীর ঠান্ডা থাকে এবং ঘামাচির প্রদাহ কমে ঘামাচির জন্য অনেক চুলকানি এবং জ্বালাপোড়া অনুভূত হয়। ঘামাচির জ্বালাপোড়া অনুভূত হলে এই ডার্মি কুল ঘামাচি পাউডার ব্যবহার করুন এতে ঘামাচিযুক্ত ত্বক ঠান্ডা থাকবে প্রদাহ কমবে চুলকানি কমবে এবং দ্রুত ঘামাচি প্রতিরোধ হবে। 

বড়দের জন্য Dermi cool prickly powder সবচেয়ে ভালো হবে। ডার্মি কুল ঘামাচি পাউডার এর দাম হল ১৫০ টাকা। ভালো কোয়ালিটির ডার্মি কোন ঘামাচি পাউডার এর দাম প্রায় ৪০০ টাকা। বর্তমান সময়ে এই পাউডারটির দাম হেরেই চলেছে কারণ এই পাউডারটির দাম অনেক বেশি আর পাউডারটি ব্যবহার করার ফলে ত্বকের প্রদাহ কমে এবং ঠান্ডা থাকে গরমকালে ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকবে গরম কম লাগবে।। 

হিমালয়া ঘামাচি পাউডার

বড়দের জন্য ঘামাচি দূর করার জন্য এই হিমালয় ঘামাচি পাউডার ব্যবহার করতে পারেন। ব্যবহার করার ফলে খুব দ্রুত খাবার চেয়ে দূর হতে পারে এই বিষয়ে বিজ্ঞানীরা বলেন হিমালয়া কোম্পানির প্রতিটি প্রোডাক্টটি খুবই ভালো হয় এবং হিমালয়া কোম্পানির প্রোডাক্টগুলো নিঃসন্দেহে ব্যবহার করা যায়। ছোট থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারবে। 

হিমালয়া ঘামাচি পাউডার সাত থেকে আট দিন রেগুলার ব্যবহার করার ফলে চিরদিনের জন্য ঘামাচির সমস্যা দূর হবে। এটি ঘামাচি হওয়ার রোধ করে ঘামাচি থেকে সৃষ্ট জ্বালাপোড়া প্রতিরোধ করে।  হিমালয়া ঘামাচি পাউডার এর দাম হল ২৫০ টাকা। বড়দের জন্য এই হিমালয়া ঘামাচি পাউডার খুবই উপকারী প্রতিদিন গোসল করার পর হিমালয়া ঘামাচি পাউডার ঘামাচি যুক্ত স্থানে ব্যবহার করুন। এতে ঘামাচির প্রদাহ কমবে এবং ঘামাচি দ্রুত প্রতিরোধ হবে।

বড়দের ঘামাচি প্রতিরোধ করতে এই পাউডার গুলোর উপকারী। ঘামাচি দূর করার জন্য প্রথমে ঘাম হওয়া রোধ করতে হবে অতিরিক্ত ঘাম দূর করতে পাউডার ব্যবহার করতে হবে পাউডার ঘামকে শোষণ করে এবং তাপকে কমিয়ে ফেলে যার ফলে অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ হয় এবং ত্বক শুষ্ক থাকে। মূলত ঘাম থেকে এই ঘামাচির সৃষ্টি হয় অতিরিক্ত ঘাম হওয়ার পরে ঘামগুলো শরীরের লোমে জমা হয়। 

এবং সেখানে ঘামগুলো জমে লাল ফুসকুড়ি আকার ধারণ করে যাকে আমরা ঘামাচি হিসেবে চিনি। যেন ঘামাচি প্রতিরোধ করার আগে প্রথমে ঘাম হওয়া প্রতিরোধ করতে হবে। আর ঘাম দূর করতে ওপরের এই পাউডার গুলো ব্যবহার করতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন বড়দের জন্য উপরের এই ঘামাচি পাউডার গুলো ভালো হবে। যখন আমরা দেখে আসি ঘামাচি কমানোর উপায় সম্পর্কে। 

ঘামাচি কমানোর উপায় 

আপনি কি ঘামাচি কামানোর উপায় খুঁজছেন? ভাবছেন কিভাবে অতিরিক্ত ঘামাচি কমানো যায়? অতিরিক্ত ঘামাচি কমানোর জন্য নিজের উপায় গুলো অনুসরণ করতে হবে এবং বেশি বেশি পাউডার ব্যবহার করতে হবে। এই খামাটির সমস্যা শুধুমাত্র গরমকালে দেখা যায় কারণ গরমকালে অতিরিক্ত রোধের তাপের শরীরে ঘাম সৃষ্টি হয় এবং ঘাম থেকে ঘামাচি। গরম এড়িয়ে চলতে হবে কিন্তু গরম কি এড়িয়ে চলা সম্ভব? 

গরম এগিয়ে চলো কখনোই সম্ভব নয় আমাদের অনেকের ঘাম বেশি হয় আবার অনেকের কম হয় ঘাম বেশি হলে ঘামাচি সমস্যা বেশি দেখা যাবে। তাই ঘামাচি দূর করার জন্য প্রথমে একটি ভালো মানের পাউডার ব্যবহার করতে হবে ওপরে আমরা আলোচনা করেছি বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো। উপরের পাউডার গুলো ব্যবহার করলে খুব দ্রুত ঘামাচি সমস্যা থেকে পাবেন পাশাপাশি নিচের উপায় গুলো অনুসরণ করুন।
  • প্রতিদিন গোসল করতে হবে।
  • গোসল করার সময় বেশি সাবান ব্যবহার করতে হবে।
  • ঘামাচি দূর করার জন্য গরম এড়িয়ে চলতে হবে। 
  • অতিরিক্ত ঘাম কমাতে ভালো মানের পাউডার ব্যবহার করতে হবে। 
  • সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে। 
  • পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে হবে। 
  • ত্বকে ঘামাচি প্রতিরোধক পাউডার ব্যবহার করতে হবে।
  • নরম সুতি ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে। 
  • বাইরে গেলে ঘাম বেশি হবে এই জন্য বাইরে গেলে সাথে একটি রুমাল ও পাউডারের বোতল রাখুন। গেমে গেলেই রুমাল দিয়ে মুছে ফেলুন এবং সাথে একটু পাউডার ব্যবহার করুন। 
  • শরীরকে ঠান্ডা রাখতে সব সময় এসি কিংবা ফ্যানের নিচে বসবাস করুন।
  • বেশি বেশি ঠান্ডা পানি ও পান করতে হবে যেমন: ডাবের পানি, আমের জুস।
  • শিশুদের ক্ষেত্রে গরমে শিশুদেরকে ডায়পার পড়ানো থেকে বিরত থাকুন
  • নিয়মিত চুলের শ্যাম্পু করতে হবে। 
  • ঘামাচি হয়েছে এমন জায়গাতে নখ দিয়ে আঁচড়ানো যাবে না কিংবা চুলকানো যাবে না।
উপরের এই নিয়মগুলো মেনে চললে আশা করছি ঘামাচি থেকে রেহাই পাবেন। ঘামাচি কমানোর জন্য নির্ধারিত কোন উপায় নেই মূলত ঘামাচি থেকে বাঁচার জন্য ঘাম কমাতে হবে অতিরিক্ত ঘাম কমানোর জন্য সবসময় একই পাতলা ব্যবহার করুন ঘাম হলে রুমালের সাহায্যে ঘাম মুছে ফেলুন এবং সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করুন এতে ঘাম কম হবে। আর নিয়মিত গোসল করতে হবে গোসল করার সময় বেশি সাবান ব্যবহার করতে হবে। বেশি সাবান ব্যবহার করলে ঘাম হওয়ার পরিমাণ অনেকটা কমে যায়। 

প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঘামাচি কমানোর উপায় কি এবং বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো। এবার চলুন আমরা দেখে আসি ঘামাচির ঔষধের নাম গুলো। 

ঘামাচির ঔষধের নাম 

ঘামাচি দূর করার জন্য ঔষধ ব্যবহার করতে চান? উপরে আমরা দেখলাম ঘামাচি দূর করার উপায় গুলো কিন্তু যদি উপরের উপায় গুলো অনুসরণ করার পরেও ঘামাচি দূর না হয় তাহলে করণীয় কি ? ঘামাচি দূর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে। নিয়মিত গোসল করার পরে ঘামাচি অনেকাংশে দূর করা সম্ভব।

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষকে মহান আল্লাহতালা পছন্দ করে এর জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না করলে বিভিন্ন সমস্যা দেখা দেয় যার মধ্যে একটি হলো ঘামাচি। আর গোসল করার সময় বেশি করে সাবান ব্যবহার করতে হবে বেশি সাবান শরীরে ব্যবহার করলে ঘামের পরিমাণ কমে যায়।

এছাড়া ঘামাচি দূর করার জন্য নিচের ঔষধ গুলো সেবন করতে পারেন এই ঔষধ গুলো ঘামাচি দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে।
  • Sewa Thandak powder
  • Meru bio herb
Sewa Thandak powder খুবই দুর্দান্ত এটি আপনারা পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন যেই স্থানে ঘামাচির সমস্যা রয়েছে সেখানে পাউডারটি ব্যবহার করুন এতে দ্রুত ঘামাচির সমস্যা দূর হবে। Meru bio herb ড্রাপটি খামাচির স্থানে ব্যবহার করতে হবে এতে ঘামাচি প্রতিরোধ হবে। 

প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঘামাচির ওষুধের নাম সম্পর্কে। উপরের এই ঔষধ গুলো ব্যবহার করলে আশা করছি খুব দ্রুত ঘামাচি থেকে রেহাই পাবেন। 

লেখকের শেষ কথা 

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো মিলাদ ঘামাচি পাউডার এবং তিব্বত ঘামাচি পাউডার এর দাম কত ঘামাচি কমানোর উপায় কি এবং ঘামাচির ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন ঘামাচি দূর করার উপায় সম্পর্কে।

কৃষ্ণ কালী এই ঘামাচি সমস্যা বেশি দেখা যায় অতিরিক্ত গরমের শরীরে ঘাম জমে থাকে এবং এর থেকে খামাচির সৃষ্টি হয় ঘামাচি বলতে বোঝায় ছোট ছোট ফুসকুড়ি কোনা। এই ঘামাচি গুলো খুবই জ্বালাপোড়া সৃষ্টি করে এবং চুলকায়। গরমকালের গরমের তীব্রতার পাশাপাশি রয়েছে ঘামাচি সবমিলিয়ে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তাই আজকের এই আর্টিকারে আমরা বড়দের ঘামাচি পাউডার কোনটা ভালো সে বিষয় নিয়ে আলোচনা করলাম উপরের এই পাউডার গুলো ব্যবহার করলে খুব দ্রুত ঘামাচি থেকে রেহাই পাবেন।

পাউডার ব্যবহার করলে ঘাম হওয়ার পরিমাণ কমে যায় অতিরিক্ত ঘাম পাউডার সুষেন এবং শরীর থেকে একটি ফ্রেশনেস পাওয়া যায়। ঘামের দুর্গন্ধ দূর হয়। পাউডার ব্যবহার করার ফলে শরীর ফ্রেশ থাকে এবং পাউডার ব্যবহার করলে খুব দ্রুত ঘামাচি দূর হবে। আশা করছি ওপরের আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন বড়দের ঘামাচি পাওয়ার কোনটা ভালো।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url