৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? মানুষের জীবনে যেমন পরিশ্রম বিহীন সফলতা অর্জন করা যায় না ঠিক তেমন সফলতা বিহীন ছেলেদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। ছেলেরা সময়ের সাথে সাথে গঠন এবং দায়িত্বশীল হতে থাকে। ছেলেদের জীবন যেন গল্পের মাধ্যমে শুরু হয় এবং উপন্যাসের মাধ্যমে শেষ শেষ হয়। আজকের এই আর্টিকেল আমরা ৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস এবং ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করব।
গ্যারান্টি সহ নিচের এই ৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সাথেই ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হবে। এই স্ট্যাটাসগুলো হবু ছেলেদের জীবনের সাথে মিলে যায়। যার কারণে বেশিরভাগ ছেলেরাই এমন স্ট্যাটাস ব্যবহার করতে ভালোবাসে। ছেলেরা মেয়েদের তুলনায় অনেক বেশি ম্যাচিওর হয়। চলুন তাহলে আর দেরি না করে আমরা ঝটপট দেখে আসি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস এবং ছেলেদের ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস গুলো।
পেজ সূচিপত্র ঃ ৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ভুমিকা
এ পৃথিবীতে ছেলেদের তুলনায় নিঃস্বার্থভাবে ভালবাসতে পারবে না ছেলেরা যদি স্বার্থপর হয়ে ওঠে তাহলে এই পৃথিবী হয়তো আর টিকে থাকবে না। ছেলেরা তাদের পরিবারকে সুখে রাখার জন্য পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন বাইরে অক্লান্ত পরিশ্রম করে। বাসায় মানুষের একটি আবদার পূরণ করার জন্য বসের শত শত বকাঝকা অপমান সহ্য করে। ছেলেরা পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও তাদের পরিবারের সুখ এবং কল্যাণ প্রার্থনা করে।
ছেলেদের প্রত্যেকের জীবন সুখের হয় না অনেকের ছোট থেকেই কষ্ট করতে হয় আবার অনেকের ছোটবেলায় সুখ থাকলেও সময়ের সাথে যেন সুখ কথায় হারিয়ে যাই। ছোটবেলায় ভাবতাম তবে বড় হবো? আর বড় হয়ে ভাবি যদি পারতাম সেই ছোটবেলায় আবার ফিরে যেতে। হ্যাঁ এটাই ছেলেদের জীবন। ছেলেদের বয়স যত বৃদ্ধি পায় তাদের কাজে নানান প্রকার দায়িত্ব এসে বাসা বাঁধে। একদিকে পরিবারের দায়িত্ব আরেক দিকে পড়াশোনা পাশাপাশি ভালোবাসার মানুষ।
আমরা অনেকেই বাইরে থেকে মনে করি হয়তো ছেলেদের জীবন কতটা সুন্দর তারা সবসময় বাইরে ঘোরাফেরা করে মজা করে কিন্তু ভেতর থেকে ছেলেদের জীবন ঠিক কতটা ইমোশনাল এবং কষ্ট করে সেই বিষয়ে আমরা আজকের এই আর্টিকেল আলোচনা করব। চলুন আমরা ঝটপট দেখে আসি ৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস গুলো।
৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস এবং ছেলেদের ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? একটি ছেলের বয়স যখন ১৭ থেকে ১৮ পার হয় তখন তার কাঁধে নানান রেস্পন্সিবিলিটি এসে ভর করে যে আমার প্রথমে তার পড়াশোনার দায়িত্ব তার বাইরের পকেট খরচ তার পরিবারের দায়িত্ব। একটি স্টুডেন্টের মাথায় যদি পড়াশোনা চলাকালীন অবস্থায় তার এবারের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে তাহলে এই মুহূর্তটি সামলে ওঠে তার জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে।বাইরে থেকে ছেলেদেরকে দেখতে ঠিক যতটা কুল সুখি, হ্যাপি মনে হয় তাহলে ভেতর থেকে সম্পূর্ণ আলাদা। ছেলেরা হাজার কষ্টের মাঝেও মুখে হাসি রাখতে জানে এই জন্য আমরা তাদের কষ্টগুলো বুঝতে পারি না। একেবারে ছেলেরা কখনো কাঁদে না কিন্তু এ কথাটি ভুল যখন কষ্টের বাঁধ ভেঙে যায় তখন নদীর মতো চোখ দিয়ে পানি বইতে থাকে। তাই আমরা আজকের এই আর্টিকেলে ছেলেদের কষ্টকে বোঝার জন্য ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস গুলো শেয়ার করব।
- এত কান্না করে লাভ কি? যে ভালোবাসা বোঝে না, সে কষ্ট কিভাবে বুঝবে?
- জীবনের একটি কঠিন অথবা তিক্ত নীতি হলো,, জীবন তোমাকে যা দিবে তার চেয়ে বেশি সে কেড়ে নিবে। হতে পারে সেটি কষ্ট অথবা সুখ।
- Karma says; তুমি ঠিক ততটুকুই ফিরে পাবে,, যতটুকু তুমি অন্য কাউকে দিবে হোক সেটা কষ্ট কিংবা ভালোবাসা।
- আমরা সবাই ভেতরে প্রতি মুহূর্ত জ্বলে পুড়ে যাচ্ছি হতে পারে কাউকে পাওয়ার জন্য কিংবা কাউকে ভুলে যাওয়ার জন্য।
- নিজের কষ্ট আপনার নিজের থেকে কখনোই কেউ বেশি বুঝতে পারবে না।
- আঘাত লাগলে রক্ত দেখে মানুষ কষ্ট বুঝতে পারে কিন্তু মনের আঘাত কেউ বুঝেনা।
- গাছেরও কষ্ট হয়, তার পাতাগুলো ঝরে গেলে, নদীরও কষ্ট হয় তার বুক থেকে পানি গুলো শুকিয়ে গেলে,, রাত্রিরও কষ্ট হয় যখন তার আকাশ থেকে চাঁদ ডুবে যায়,,আর মানুষের কষ্ট হয় যখন তার আপনজন গুলো তাকে ভুলে যায়।
- অতিরিক্ত কখনো কোন কিছুই ভালো হয় না, অতি এই শব্দটি বড্ড খারাপ।
- আমাদের জীবনের সবচেয়ে সেরা শিক্ষা টা পাওয়ার জন্য কারোর থেকে একবার ঠকে যাওয়াটা খুব প্রয়োজন। মানুষ ঠকেই শিখে।
- কষ্ট তো আমাদের ঠিক তখন হয় যখন কেউ মনের অনেকটা কাছে চলে আসে এবং আবার না বলেই হঠাৎ দূরে চলে যায়।
- একটি সম্পর্ক চলাকালীন সময় নয় সম্পর্ক ভাঙ্গার পর বুঝবে কাকে কাল তার কতটা প্রয়োজন ছিল।
- এই দুনিয়াতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না হ্যাঁ এটাই বাস্তবতা।
- যে কখনো ভাগ অভিমানকে বোঝেনা সে ভালোবাসাও বোঝেনা, এদের বুঝ থেকেও এরা অবুঝ।
- আঘাত যতই বড় হোক এখন আর আগের মতো কষ্ট পাই না। কারণ কষ্ট পাওয়াটা এখন দৈনন্দিন জীবনের অভ্যাস হয়ে গেছে।
- ধরে যাওয়া গাছের পাতায় তো জানে
- এই পৃথিবীতে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমিও একদিন ঝরে যাব তোমায় তালে এবং তোমার মনে।
- মানুষের আবেগ হলো মোমবাতি শুরু যা কিছুক্ষণ পর একাই নিভে যায়,,,আর মানুষের বিভব হল সূর্যের সমান যা হাজারো ঝড়-বৃষ্টিতে কখনোই নিভে না।
- মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেটের ভর্তি টাকা থাকে না কিন্তু মাথা ভর্তি টেনশন ঠিকই থাকে।
- বিশ্বাস- ঘাতকরা সবসময় চালাক হয় আর বিশ্বাসীরা সবসময় ধোঁকা খায় হ্যাঁ এটাই বাস্তবতা।
- এই শহরে মধ্যবিত্ত পরিবারের সন্তানের পকেট ধরা টাকা না থাকলেও এক আকাশ সমান বুক ভরা সোনার স্বপ্ন থাকে।
- মাঝে মাঝে আমাদের সম্পর্ক এমন হয়ে যায়, যে দূরে গেলেও কষ্ট হয় আবার পাশে থাকলেও কষ্ট হয়।
- বুঝতে পারছি না কে ঠকায়? ভাগ্য নাকি মানুষ?
- ওরে পাগলী, তোকে হয়তো ভুল করেছে ফেলেছি, আমি জানতাম না যে তুই এতটা দামি।
- যাদের রাগ একটু বেশি তারা হয়তো রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু আবার রাগ কমে গেলে সবচেয়ে বেশি কষ্ট আসলে তারাই পাই।
- তুমি কি সুখী হতে চাও? তাহলে এখন থেকেই প্রচুর কঠোর এবং স্বার্থপর হয়ে ওঠো তাহলে এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি সুখী ব্যাক্তি আর কেউ হতে পারবে না।
- মানুষটার সমস্ত ভুলগুলো একসময় ঠিকই বুঝতে পারে, হয়তো কেউ একটু দেরিতে বুঝতে পারে আর কেউ সময় শেষ হয়ে যাওয়ার পর
- কাছের মানুষগুলোর কাছে এলে তারা দূরে সরে যায় তবে সম্পর্কের জন্য কিছুটা দূরত্বে থাকাই ভালো।
- এই পৃথিবীতে ছেলেদের জীবন এতটাও সহজ নয়, ভালোবাসার মানুষগুলোর সংখ্যা তত বেশি।
- ছেলেদের রূপ কিংবা মন দেখে কখনো তাদেরকে বিচার-বিশ্লেষণ করা হয় না, ছেলেদেরকে ব্যাংক ব্যালেন্স দেখে বিচার বিশ্লেষণ করা হয়।
- কষ্টগুলো যখন নিজের পথ চলতে সাহস জোগাতে শুরু করে তখন কষ্টগুলো কেন জানি সুখ মনে হয়। এই জীবনে আর কিছু পাই অথবা না পাই, জীবন থেকে একটা শিক্ষা তো পেয়েছি, এই পৃথিবীতে চাইলে সবকিছুই পাওয়া যায় না।
- অর্থ কখনো সফল মানুষ তৈরি করে না। বরং সেরা মানুষরাই এই অর্থ কি তৈরি করে।
- কারো কপালে যদি সুখ না থাকে তাহলে সেই কপালে হাজার পাথর ঘোসলেও লাভ নেই, ফুলে উঠবে কিন্তু কপালে সুখ আর আসবে না।
- আমার এই ক্লান্ত মস্তিষ্কের প্রতিটা শিরায় শিরায় শুধুমাত্র তোমার প্রতারণার ছবিগুলোই যেন আঁকা রয়েছে।
প্রিয় পাঠক আশা করছি ওপরের এই ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হয়েছে। আপনারা যারা ফেসবুকের ইমোশনাল স্ট্যাটাস ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই স্ট্যাটাস গুলো পারফেক্ট হবে। আসলে ছেলেদের উপরের চাকচিক্য দেখে আমরা তাদের মনের কষ্টগুলো বুঝতে পারিনা। এমন কি খুব কম সংখ্যক ছেলে রয়েছে যারা পরিবার থেকে সাপোর্ট পায় এবং এই মানসিক সমস্যায় পরিবার এবং বন্ধুবান্ধব একসাথে সাপোর্ট করে।
যাদের পাশে এই সময় পরিবার এবং বন্ধুবান্ধব রয়েছে তারাই এই পৃথিবীতে আসল সুখী ব্যক্তি। আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম ছেলেদের ইমোশনাল স্ট্যাটাসগুলো। ছেলেদের ইমোশনাল থাকার কারণ এবং ছেলেরা কেন এত মানসিক ডিপ্রেশনে থাকে সে বিষয়গুলো সম্পর্কে আমরা ওপরে কিছু স্ট্যাটাস শেয়ার করলাম। এই স্ট্যাটাসগুলো ব্যবহার করার মাধ্যমে ছেলেদের কষ্টগুলো প্রকাশ করা সম্ভব। এবার চলুন আমরা দেখে নেই ছেলেদের ফেসবুক স্ট্যাটাস।
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
আপনি নিশ্চয়ই ছেলে? এইজন্যই গুগলের ছেলেদের facebook স্ট্যাটাস সার্চ করছেন তাই তো? বর্তমান সময়ে খুব কম সংখ্যক ছেলে রয়েছে যারা এখন ফেসবুক ব্যবহার করে না। কারণ এখন ক্লাস ৩ থেকে ৪ এটি বাচ্চারা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে এবং তারা ফেসবুক ব্যবহার করে।
প্রযুক্তি উন্নত হচ্ছে আর প্রযুক্তির উন্নত হওয়ার পাশাপাশি বাবা-মা মনে করছেন এই সময় ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিলে হয়তো তাদের পড়াশোনায় কিছু উন্নতি হবে এই জন্য পড়াশোনায় কল্যাণের জন্য মোবাইল ফোন হাতে তুলে ধরে দিচ্ছেন।
ফেসবুকে সঠিকভাবে ব্যবহার করলে ফেসবুকের মাধ্যমে উপকৃত হওয়া সম্ভব এবং পড়াশোনায় উন্নতি করা সম্ভব। খুব বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করা যায় চ্যাট করা যায় এবং ভিডিও কল সহ অডিও কলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়।
এক্ষেত্রে পড়াশোনার জন্য ছেলে মেয়েরা চাইলে তাদের ক্লাসমেট সহ একসাথে একটি গ্রুপ তৈরি করে সেই গ্রুপে তাদের যেকোন সমস্যার শেয়ার করতে পারে কোন পড়াতে যারা বুঝতে পারছে না সেই বিষয়ে ক্লাসমেটের সাথে আলোচনা করতে পারে এতে পড়াশোনায় আরো বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের এই পোষ্টের প্রতিবেদন দেখে বুঝতে পেরেছেন আজকের এই পোস্টে আমরা ছেলেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমান যুগে ছেলেরা অনেক বেশি স্মার্ট এবং আধুনিক থাকতে ভালোবাসে আর তাদের এই আধুনিকতার প্রমাণস্বরূপ ফেসবুক স্ট্যাটাস।
পোস্টে স্ট্যাটাস ব্যবহার না করলে সে পোস্টের রিচ বারে না এবং লাইক কমেন্ট আসার সম্ভাবনা অনেক কম হয়। পোষ্টের সাথে একটি সুন্দর স্ট্যাটাস জুড়ে দিলে পোস্টে দ্রুত প্রচুর লাইক কমেন্ট আসা শুরু হয় তাই আমরা আজকের এই পোস্টটা দেখবো ছেলেদের ফেসবুক স্ট্যাটাস গুলো।
- মেয়েরা, ছেকা খাওয়ার সূত্র জেনে নাও, পছন্দ×ভালোবাসা×অপরিসীম বিশ্বাস=পুষ্টিগুণে ভরপুর একটি বাঁশ।
- ইচিং টিচিং বিচিং চিচিং ছা ,,,তুই তাড়াতাড়ি উষ্টাকে আয় আমার প্রেমে পড়ে যা। ফু ফু।
- এফবিতে তো একসেপ্ট করলাম, Sadia Jahan কে, কিন্তু এটা কিছুদিন পর হঠাৎ Md kuddus ali কিভাবে হলো?
- বিয়ে করলে কিন্তু আমাকেই করবেন, থুক্কু, কি যে বলি, আমাকে বলবেন, কারণ আমি আপনার বিয়েতে দাওয়াত খাব।
- এক মাতাল গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে টান দিয়ে বলছে, কিরে সাদিয়ার মা, প্রতিদিন এই দুইটা বেনী করিস, আজকে আবার একটা করলি কেন?
- জীবনের মূল্য সব সময় অর্থ না ভেবে, অন্য কিছু চিন্তা করা যায়।
- এই পৃথিবীতে মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে তবাকারী হলো উত্তম।
- যে চলে যাওয়ার সে তো এমনিই যাবে, যেমন বিদ্যুৎ কারেন্ট আর যে থাকার সে তো এমনিতেই থাকবে যেমন, গ্রীষ্মের গরম।
- এই পৃথিবীতে আমি যাকে চেয়েছি তা ছিল আমার স্বপ্ন। আচ্ছা আমি পাইনি তাহলে আমার শিক্ষা।
- এই মেয়ে তুমি কি ভদ্র বোঝো? বোঝো তুমি ভদ্র? আমাকে দেখো,,,আমাকে বুঝলে?
- মায়ের ত্যাগ করতে জানলে প্রতিটা ছেলের রাতের ঘুম হতো, কারণ এই মায়া জিনিসটা রাতের ঘুমকে হারাম করার জন্য যথেষ্ট।
- ভালোবাসা কখনোই হারিয়ে যায় না হতে পারে অন্যের সাথে পালিয়ে যাই।
- যে দুনিয়াতে বান্দার দোষকে গোপন রাখে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার দোষ গুলো কি গোপন রাখবেন।
- এই জগতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হয়ে মানুষকে চিনতে পারা।
- DEAR GOROM প্লিজ ,,BREAKUP WITH MEH, জোর করে এক তরফ থেকে ভালোবাসা যায় না।
- DEAR গরম, একটু কম করে পরও, কারণ সবার তো আর আমার মত বাতাস করার জন্য বাসায় বউ নাই।
- মহান আল্লাহ তায়ালা সবসময় তওবাকারীদেরকে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন।
- আগলে রাখুন আপনার সেই মানুষটিকে যে কোন স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসে।
- জীবন একটি গল্পের বইয়ের মত, তবে প্রত্যেকের জীবনেই হ্যাপি এন্ডিং হবে। অনেকের হ্যাপি এন্ডিং হওয়ার আগেই বইয়ের পাতাগুলো শেষ হয়ে যায়।
- ছোটবেলায় আমি অনেক কিউট ছিলাম, এই জন্যই তো মানুষ নজর দিয়ে দিয়ে আজ কাইলা হয়ে গেছি।
- সেই সুন্দরী তোমার বাসা কথায়? হ্যাঁ তোমাকেই বলছি যে এখন আমার পোস্টটি পড়ছো।
- দিনে দিনে তুমি যে এত সুন্দর হচ্ছো, এর রহস্য কি? বয়ফ্রেন্ড এর ভালোবাসা?
- রাতে ঘুম আসে না এইজন্য অনলাইনে থাকি, আর মনুষ ভাবে আমি প্রেম করে উল্টাই দিতেছি।
প্রিয় পাঠক আশা করছি ওপরের এই ছেলেদের ফেসবুক স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হয়েছে। বর্তমান সময়ে আমরা প্রতিটি ফেসবুক ব্যবহার করি আর ফেসবুকের জন্য উপরের এই স্ট্যাটাসগুলো ব্যবহার করা খুবই জরুরী। আপনি চাইলে নিজের পছন্দ অনুসারে স্ট্যাটাস তৈরি করতে পারবেন অথবা উপরের এই স্ট্যাটাস গুলো সরাসরি কপি করে কিংবা দেখে দেখে টাইপ করে ব্যবহার করতে পারবেন।
অনেকে ফেসবুকে অনেক বেশি সিম্বল যুক্ত সুন্দর স্টাইলিশ স্ট্যাটাস ব্যবহার করে। আপনি যদি যেকোন ক্যাপশনকে তাদের মত সুন্দর এবং স্টাইলিশ করতে চান তাহলে দ্রুত ডাউনলোড করুন ASCII অথবা FANCY SYMBOL অ্যাপ। এই অ্যাপটিতে প্রচুর সিম্বল রয়েছে যা স্ট্যাটাস এর জন্য গ্রহণযোগ্য। যেকোনো স্ট্যাটাস দিয়ে এই অ্যাপে থাকা সিম্পল এর সাহায্যে সাজিয়ে আরও বেশি জাঁকজমকপূর্ণ এবং সুন্দর করা সম্ভব। এবার চলুন আমরা দেখে আসি ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস গুলো।
ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস
ভালোবাসার মানুষের জন্য ফেসবুকে ইমোশনাল স্ট্যাটাস পাবলিশ করতে চাচ্ছেন? কিন্তু ভালো ইমোশনাল স্ট্যাটাস খুঁজে পাচ্ছেন না? ভালোবাসার দাম্পত্য জীবনের ঝগড়া-বিবাদ লেগেই থাকে। যেখানে ভালোবাসা থাকে সেখানে কেয়ারিং জেলাসি এই অনুভূতি গুলো কাজ করে। ভার্চুয়াল জগতের যে স্থাপত্য সবচেয়ে বেশি সুখী দেখা যায় এবং তাদের মাঝে কখনোই ঝগড়া হয় না সে দাম্পত্যগুলো বেশিরভাগই ফেক থাকে। যে দাম্পত্যের মধ্যে বেশিরভাগ ঝগড়া বিবাদ দেখা দেয় আসলে তারাই প্রকৃত প্রেমিক।
কারণ যেখানে ঝগড়া বিবাদ হবে না সেখানে ভালোবাসা কখনো এগিয়ে যাবে না। ঝগড়া বিবাদ এর মাধ্যমে একে অপরের সাথে দূরত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা টি। একজন মানুষের পক্ষে সব সময় হাসিখুশি এবং ভালো থাকা সম্ভব নয় যদি দেখা যায় একই দাম্পত্যের মধ্যে কখনোই ঝগড়া হয় না তাহলে হতে পারে তারা ফেক, আর না হয় তারা তাদের ঝগড়াগুলো অন্যের সামনে প্রকাশ করে না।
এক কথায় যেখানে ভালোবাসা কাজ করবে সেখানে অবশ্যই ঝগড়া বিবাদ হবে। ঝগড়া-বিবাদ এবং দূরত্বের মাধ্যমে আমরা একে অপরের প্রতি আমাদের ভালোবাসাটি বুঝতে পারি। তাই নিজের ভালোবাসার জন্য কিছু ইমোশনাল স্ট্যাটাস ফেসবুকে প্রকাশ করার জন্য আজকের এই পোস্টে আমরা ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস গুলো শেয়ার করব। দোলন ঝটপট দেখে আসি ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস গুলো।
- চাইলে যদি সবকিছু পাওয়া যেত তাহলে হয়তো পৃথিবীর কোন গল্পই আর অসমাপ্ত থাকতো না।
- ভালো আছি এই শব্দটি আসলে যত সহজে বলা যায় ভালো থাকা কি তত সহজ?
- আমার হাসিটা সম্পূর্ণ সূর্যের মত, সূর্য যেমন বেলা শেষে আর দেখা যায় না ঠিক তেমনি আমার হাসিটাও দিন শেষে আর দেখা যায় না।
- প্রসঙ্গ যদি ভালোবাসার হয় তাহলে তুমি ছাড়া আমি আর কাউকে দেখি না।
- ছেলে হওয়ার জন্য বুকে হাজার পাথর থাকার পরেও মুখে হাসি থাকার ক্ষমতা রাখা উচিত।
- তুই কষ্ট দিলে কান্না তো আসবে আমার, কারণ তুই তো সেই যে আমাকে হাসানো শিখিয়েছিলি।
- প্রতিদিন একটু একটু করে তোমার প্রতি অনেক ভালোবাসা চলে এসেছে।
- মুক্তি চাইলে উঠতে দিব, এখনই ফিরে দেখবো না আর পিছুটান, ভেবে নিব থাকবে তুমি আমার কাছে চিরটা কাল।
- তোমাকে আমি পেয়ে গেলে সত্যি এই জীবনে আপসেট করার মত হয়তো আর কিছুই থাকবে না।
- কেউ যদি বুঝে যায় আপনি তার প্রতি প্রচুর তাহলে তখন থেকে এসে শুরু করবে আপনাকে অবহেলা করাবো।
- হয়তো এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ আমি, যে তোমাকে ছাড়া কিছুই বুঝে না
- ওরে প্রিয় আমি যে তোমাকে এতটাই ভালবাসি যে আমাকে যদি তোমাকে আর Chocolate এর মধ্যে যে কোন একটা বেছে নিতে বলা হয় তাহলে আমি বারবার তোমাকে বেছে নিব।
- পৃথিবীতে নিজের প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি না করতে পারো, তাহলে তাকে ভালবাসতে পারে নাই।
- তুমি যদি কাউকে নিজের অন্তর থেকে প্রতিদিন চাওয়া শুরু করো তাহলে, জেনে নাও সেও নিশ্চয়ই তোমাকে ভেবে প্রতি রাতে ঘুমাতে জায়।
- তোমার সাথে আমি সারা জীবন একটি মেঘের মতো হয়ে থাকতে চাই যে স্বপ্নের দুনিয়াতে বারবার তোমাকে বৃষ্টি হয়ে ভিজাবে।
- সম্পর্ক যখন ঘুরাতে থাকে তখন বাড়তে থাকে অবহেলা ওঁ দূরত্ব, আর দোষ হয় শুধু পরিস্থিতি এবং পরিবারের।
- তোমার দুটি চোখের আলোয় কেন হারিয়ে যায় আমার জ্ঞান তোমার মায়ায় ভরা স্পর্শে কেন লেগে যায় মন? কারণ তুমি যে আমার প্রান।
চলো না প্রিয় ভেঙ্গে দিই আজ সব আড়ি, এ পৃথিবীতে আজ আছে কাল না ও তো থাকতে পারি।
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি উপরের এই ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হয়েছে এই স্ট্যাটাসগুলো খুবই কষ্টের এবং নিজের ভালোবাসার মানুষের প্রতি নিজের কষ্ট আবেগ ভালোবাসা গুলো প্রকাশ করার জন্য দুর্দান্ত হবে। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন এবং ফেসবুকের মাধ্যমে নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাচ্ছেন তাহলে উপরের এই স্ট্যাটাস গুলো ব্যবহার করেন।
আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম ৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস এবং কষ্ট নিয়ে ছেলেদের স্ট্যাটাস গুলো। উপরের এই স্ট্যাটাস গুলো আপনি নিঃসন্দেহে আপনার ফেসবুক একাউন্টে কিংবা instagram অথবা ব্যবহার করতে পারবেন যে স্ট্যাটাসটি ভাল লেগেছে সেটি কপি করে অথবা দেখে দেখে টাইপ করে পোস্টে ব্যবহার করুন।
লেখকের শেষ কথাঃ ৫০০+ ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস / ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে ছেলেদের ফেসবুকে স্ট্যাটাস ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস ছেলেদের ভালোবাসার স্ট্যাটাস গুলো সব কিছু বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ওপরের এই স্ট্যাটাস গুলো আপনার ভালো লেগেছে। উপরে স্ট্যাটাস গুলো সত্যি খুবই দুর্দান্ত যে কোন স্মার্ট আধুনিক ছেলেরা উপরের এই স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারবে।
স্ট্যাটাস দুই ধরনের হই। একটি ভিডিও ভিত্তিক আরেকটি টেক্সট ভিত্তিক। আমরা ২৪ ঘন্টার যে ভিডিওগুলো আপলোড করে থাকি এইগুলাকে স্টোরি অথবা ভিডিও স্ট্যাটাস বলে আর আমরা পোস্টের সাথে যে দুই তিন লাইনে লেখাগুলো ব্যবহার করি এইগুলোকে ক্যাপশন কিংবা স্ট্যাটাস বলে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা নিশ্চয়ই স্ট্যাটাস সম্পর্কে জানি।
আজকের এই পোস্টে আমরা ছেলেদের ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ওপরের এই স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হয়েছে। আজকের এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রিয় পাঠক বৃন্দরা আসসালামু আলাইকুম।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url