১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি
বাবা নিয়ে স্ট্যাটাস খুঁজছেন? বাবাকে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি কিন্তু সেটি বলতে পারি না তবে আজকের এই পোস্টে আমরা বাবাকে নিয়ে স্ট্যাটাসের মাধ্যমে তার প্রতি নিজের ভালোবাসা গুলো প্রকাশ করব। বাবা খুবই শব্দটি খুবই ছোট হলেও এই শব্দটি মনে আসলেই মনে পড়লেই গভীর শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা আসে। তাই আজকের এই আর্টিকেলে আমরা ১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি, বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস এবং বাবা নিয়ে উক্তি শেয়ার করব।
গ্যারান্টি সহ নিচের এই ১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি গুলো আপনার পছন্দ হবে এই উক্তিগুলোর মধ্যে আবেগ ও ভালবাসা ভরপুর রয়েছে যা আপনার ভালবাসাকে প্রকাশ করতে সাহায্য করবে। একজন সন্তানের জীবনে বাবার অবদান কতটুকু তা এক দুই লাইনে বলে ব্যাখ্যা করা যাবে না। সন্তানের ভালো ভবিষ্যৎ গঠন করার জন্য ভাবা তার নিজের সারাটা জীবন গাধার মতো পরিশ্রম করে।। চলুন তাহলে আর দেরি না করে আমরা ঝটপট দেখে আসি ১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি গুলো, বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস এবং মা বাবা নিয়ে স্ট্যাটাস।
১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি
বাবার পরিবারের মোমবাতির মত যারা নিজে জ্বলে কিন্তু পরিবারকে আলোকিত রাখে পরিবারকে আলোকিত রাখার জন্য সারা জীবন নিজেকে আগুনে জ্বালিয়ে যায়। বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য । পৃথিবীতে বাবার ভূমিকা অনেক। এই পৃথিবীতে যদি বাবা নামক শব্দটি না থাকতো তাহলে কোন ছেলে কখনো সঠিকভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারত না।একজন ছেলের সঠিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বাবার কৃতিত্ব অসীম। বাবারা সব সময় সন্তানের কল্যাণ চায় এবং সন্তানের কল্যাণের জন্য প্রতিটি স্টেপ গ্রহণ করেন। সন্তানের যেকোনো বিপদে-আপদে সবার প্রথমে সন্তানের আগে এসে ঢাল হয়ে দাঁড়ায় যেন সন্তানের গায়ে একটি আঁচর না লাগে। বাবারা বাইরে থেকে দেখতে যেমন কঠিন প্রকৃতিতে যারা ভেতর থেকে ঠিক ততটাই নরম।
এবং সন্তানের শুভ ভবিষ্যৎ গঠন করতে সারাটা জীবন তারা পরিশ্রম করে।। বাবাদের প্রতি সন্তানের ভালোবাসা অনেক তবে অনেক সন্তান নিজের ভালোবাসাকে বাবার প্রতি প্রকাশ করতে পারে না। তাই আজকের এই পোস্টে আমরা ১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি শেয়ার করব। আপনি চাইলে নিজের বাবার প্রতি নিজের ভালোবাসাগুলো প্রকাশ করার জন্য ফেসবুকে অথবা যে কোন সোশ্যাল মিডিয়া একাউন্টে এই স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারবেন।
বাবাকে নিয়ে স্ট্যাটাস
বাবাকে নিয়ে স্ট্যাটাস
- বাবারা হাসে না তারা পরিবার এর মুখে হাসি ফোঁটায়।
- পৃথিবীর সবকিছু বদলাতে পারলেও সন্তানের প্রতি বাবার ভালোবাসা কখনো বদলায় না।
- আমরা যখন বাবার কাছে কিছু চাই তখন আমাদের বাবা দর্শনের কাছে মাথা নিচু করে চায় আমাদের চাওয়াকে পূরণ করার জন্য।
- বাবার ভালোবাসা ও মর্ম তাকে জিজ্ঞাসা করুন যে কখনো বাবার ভালোবাসা পাইনি।
- একজন বাবা যতই রাগান্বিত হোক না কেনো, সে কখনোই নিজের সন্তানকে ঘৃণার চোখে দেখতে পারবেন না।
- সন্তানের প্রতি একজন বাবার অসীম ভালোবাসা কাজ করে যা এক দুই লাইনে ব্যাখ্যা করা যায় না।
- বাবা সেই শব্দের নাম যে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন।
- বাবা বট বৃক্ষের সমান বড বৃক্ষ যেমন অন্যদের ছায়া দেয় ঠিক তেমনি বাবা আমাদের সবসময় ছায়া দিয়ে থাকে যেন রোদের একটি ফোঁটাও আমাদের গায়ে না পড়ে।
- বাবা মানে হাজার হাজার শাসনের পিছেও এক নিবিড় ভালোবাসা যা কখনোই সেই সবার নয়।
- সন্তান ও পরিবারের মুখে এক ফুটো হাসি ফোটানোর জন্য বাবার দশ ব্যক্তির আদেশ পালন করেন।
- বাবা তোমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে পারলে আমি নিজেকে সফল মনে করব।
- রাগী বাবার ভালোবাসা বেশি।
- বাবা হলেন পরিবারের অভিভাবক যিনি শত ঝড়ের মাঝেও নিজের পরিবারকে ছেড়ে কোথাও যান না।
- রিয়েল হিরো হলো আমাদের বাবা যিনি আমাদের মুখে হাসি ফোটানোর জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করেন।
- বাবা ছাড়া এই দুনিয়াতে একটি দিন কাটিয়ে দেখুন দুনিয়া তার আসল রূপ দেখাতে আপনাকে এক মিনিটও দেরি করবে না।
- আমার দেখা সৎ ও শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা।
- বাবা বাড়ির ছাদের সমান যিনি নিজে রোদে পুড়ে পরিবারের মানুষকে সুখে রাখতে চান।
- কোন সংগীত আমার কানে এত মধুময় নয় যতটা এই শব্দটি, '' বাবা ''।
- বাবা শব্দটি ছোট হলেও এর পিছে অক্লান্ত পরিশ্রম এবং অসীম দায়িত্ব লুকিয়ে রয়েছে।
- সন্তানের জীবনে একজন বাবার শক্তি সবসময় তুলনাহীন।
- বাবার অক্লান্ত পরিশ্রমের ফলস্বর ূপ আজ আমি প্রতিষ্ঠিত।
- ভালো পিতার তিনটি কাজ রয়েছে সন্তানকে পৃথিবীতে আনা তাকে পথ দেখানো এবং সঠিক পথে পরিচালিত করা।
- প্রতিটা ছেলে মেয়ের জন্য তাদের সুপারম্যান হলো বাবা। চলচ্চিত্রের ছবিতে যেমন নায়িকাকে বাঁচানোর জন্য হিরোরা পৃথিবীর সাথে লড়াই করে ঠিক একই ভাবে বাস্তব জীবনে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের বাবারা পুরো পৃথিবীর সাথে লড়াই করে।
- বাবার ছেলের প্রথম হিরো এবং মেয়ের প্রথম ভালোবাসা।
- বাবার হাসি তার সন্তানকে সারাদিন আলোকিত রাখেন।
- আমার কাছে বাবার অপর নাম হলো ভালোবাসা।
বাবাকে নিয়ে কবিতা
মাঝে মাঝে,,, ভাবি আমি তোমার কথা,,,,,
বারবার মনে হয়,,, আমারও
ছোটবেলায় ডান ,,,,কাঁধে বসে তোমার,,,,
সেই খোলা আকাশটাই,,,,ধীরে নিঃশ্বাস ফেলতাম,,,,
সেই ,,,,সাদা কালো ,,,বিকেল,,,,
ছিল তোমার সঙ্গে ,,,,,,মনে না পড়া
হাজারো ,,,বিচিত্রের মালা,,,
মনে পড়ে আবার,,,, আজ কত দূরে,,
কত ভিড়ে সেই নদ,,,,,জীবন পারি গেছে,,,
পথের ভিড়ে,,,,, সেই ব্যবধান নীলিমায়,,,
স্মৃতির বন্দী ফ্রেমে এই,,,, শহর ভিজবে,, ঠিকই একদিন
আমার দুটি চোখের ,,,,আঙিনায়,,,
বাবা মনে পরে,,,,,বারবার তোমায়
প্রিয় পাঠক আশা করছি ওপরের এই বাবা নিয়ে স্ট্যাটাসগুলো ভালো লেগেছে এই স্ট্যাটাসগুলো ফেসবুকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্টে ব্যবহার করতে পারবেন। উপরের স্ট্যাটাস গুলোর মাধ্যমে আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমাদের সঠিকভাবে বেড়ে ওঠার পেছনে বাবার দায়িত্ব কতটুকু। বাবারা উপর থেকে যেমন শক্ত মনের দেখায় তারা ভেতর থেকে ঠিক ততটাই নরম।
বাবারা বট গাছের মতন আমাদেরকে সবসময় ছায়া দিয়ে বড় করেন এবং আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন আমাদের এক একটি চাওয়া পূরণ করার জন্য তারা দশ জনের কাছে আমাদের খুশির জন্য হাত পাতেন। একজন প্রতিষ্ঠিত ছেলের পিছে তার বাবার অক্লান্ত পরিশ্রম কাজ করে। বাবার এত অক্লান্ত পরিশ্রমের পরেই আমরা আজ এত দূরে এসে পৌঁছাতে পেরেছি। এবার চলুন আমরা দেখে আসি বাবা নিয়ে উক্তিগুলো।
বাবা নিয়ে উক্তি
বাবা নিয়ে যতই উক্তি প্রকাশ করি না কেন ততই কম হবে কারণ বাবার অবদান এই সামান্য কয়েকটি উক্তির মাধ্যমে কখনোই পূরণ করা সম্ভব নয়। বাবা তোমাকে যে খুব ভালোবাসি এ কথাগুলো তোমাকে কখনোই বলা হয়নি। কিন্তু আজকে এই উক্তি এবং স্ট্যাটাস গুলোর মাধ্যমে তোমার প্রতি নিজের ভালোবাসাগুলো প্রকাশ করব। আপনারা যারা এমন ভাবছেন স্ট্যাটাস এবং উক্তির মাধ্যমে বাবার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করবেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি পারফেক্ট।
বাবা নিয়ে স্ট্যাটাস গুলো ওপরে আমরা দেখলাম আশা করছি ওপরের স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হয়েছে। এবার আমরা দেখব বাবা নিয়ে উক্তি। বাবা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন তাকে নিয়ে দুই তিন লাইন উক্তি তো বলাই যায়। যে কখনো বাবাকে পাইনি তাকে জিজ্ঞাসা করুন বাবার মর্ম কি এবং বাবার ভালোবাসা কি তারা প্রতিটা মুহূর্ত বাবার ভালোবাসার জন্য ছটফট করে অথচ আমরা বাবার ভালোবাসা পেয়েও অবহেলা করি।
তবে আর নয়। আমরা অনেকেই বাবা একটু বকাঝকা করলে মন খারাপ করি। বাবারে সবসময় আমাদেরকে সঠিক পথে চলতে বলেন আমরা ভুল পথে চলাফেরা করলে আমাদেরকে বকাঝকা করেন বাবারা কখনো আমাদের খারাপ চান না। আমাদেরকে ভালো রাখার জন্য তারা সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের মুখে এক ফুটো হাসি ফুটানোর জন্য তারা সারাদিন পরিশ্রম করেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে আমরা আজ এত বড় হতে পেরেছি। একজন বাবা শত শিক্ষকের সমান। বাবার শিক্ষাকে সবসময় সম্মান করুন। চলুন আর দেরি না করে আমরা ঝটপট দেখে আসি বাবা নিয়ে উক্তিগুলো।
- বাবারা রোজগার করে ঠিক হয় কিন্তু তারা ভোগ করে না।
- পৃথিবীর সবচেয়ে মধুময় এবং সুখকর সংগীত হলো বাবা। প্রতিদিন একই গান বারবার শুনতে থাকলে আমরা বিরক্ত বোধ করি কিন্তু বাবা এমন একটি শব্দ যা হাজার বার উচ্চারণ করলেও আমরা বিরক্ত বোধ করি না।
- আমার দেখা কোন মানুষ কখনোই বাবার সমতুল্য ছিল না। এবং আমি কাউকে আমার বাবার সমান কখনো ভালোবাসিনি।
- একজন সৎ ছেলের পিছে রয়েছে একজন সৎ বাবার দিক প্রদর্শন।
- সবকিছু বদলে গেলেও বাবার ভালবাসা কখনোই বদলায় না।।
- আমার বাবা আমার আইডল। যিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং এই পৃথিবীতে এনেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
- এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো বাবা।
- আমার বাবা কখনোই অস্বাভাবিক কিছু করেননি। অন্য বাবাদের যা করার ছিল ঠিক তাই করেছেন আমার বাবা।
- আমার বাবা কখনো অন্যের সাথে সমতুল্য নয় তিনি আমার চোখে সেরা এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।
- বাবা আমার কাঁধে আপনার পথপ্রদর্শক হাত চিরকাল আমার পাশে চাই।
- প্রতিটি মহান কন্যার পিছে রয়েছে এক দায়িত্বশীল বাবার কৃতিত্ব।
- বাবা শব্দটি একটি মহাকাব্য থেকেও বড়। যা বারবার উচ্চারণেও আমাদের বিরক্তিকর বোধ আসে না এবং এই শব্দটি মনে পড়বে আমাদের মনে অসীম ভালোবাসা জেগে ওঠে।
- কাঁধে বাবার হাত থাকলে পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে আছে।
- পৃথিবীর প্রতিটি বাবার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা।।
- বাবা ছাড়া একদিন এই পৃথিবীতে কাটিয়ে দেখো সূর্য থেকেও পৃথিবী অন্ধকার মনে হবে।
- বাবা সারা জীবন আমাদের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
- যতদিন পাশে বাবা আছে ততদিন এই পৃথিবীর সবাই ভালবাসবে।
- একজন বাবা সেখানেই ছবি তুলেন যেখানে তার টাকা ছিল।
- বাবা শব্দের অর্থ এক লাইনে নয় একটি বই তৈরি করলেও পৃষ্ঠা কম পড়বে।
- বাবারা বাইরে থেকে যতটা কঠোর তারা ভেতর থেকে ঠিক ততটাই নরম।
- একজন বাবা আপনার কাছে কখনোই প্রকাশ করবে না তিনি আপনাকে ঠিক কতটা ভালোবাসে।
- আমার বাবা আমাকে কখনোই বলেননি কিভাবে বাঁচতে হয় কারণ তিনি বেঁচে ছিলেন।
- একজন জ্ঞানী পিতা তো সেই যে তার নিজের সন্তানকে চিনে এবং বুঝে।
- একজন বাবার শত স্কুল মাস্টারের সমান
- বাবা আমার জীবনের সেরা নায়ক।
প্রিয় পাঠক আশা করছি ওপরের এই বাবা নিয়ে উক্তিগুলো আপনার ভালো লেগেছে। বাবাকে নিয়ে একটি বই তৈরি করলেও সেই বইয়ে হয়তো পৃষ্ঠার কমতি দেখা দিবে কারণ বাবার কৃতিত্ব আমাদের জীবনে এক দুই লাইনে বলে শেষ করা সম্ভব নয় বাবা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন এবং কিভাবে কোন পথে চলতে হবে সেই পথ দেখিয়েছেন। বাবা শত শত শিক্ষকের সমান।
আরো পড়ুনঃ ENTASID PLUS ট্যাবলেট খাওয়ার নিয়ম কি
শিক্ষক আমাদেরকে পৃথিবীতে শিক্ষা দিয়েছেন কিন্তু বাবা আমাদেরকে কোন পথে চলতে হবে সঠিক পথ দেখিয়েছেন এবং পৃথিবীর আলো দেখিয়েছেন। এবার অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এত দূর এগিয়ে আসতে পেরেছি একজন প্রতিষ্ঠিত ছেলের পিছে একজন পরিশ্রমী বাবার কৃতিত্ব অসীম। লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ সরকারি চাকরিজীবীরাই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে। তাদেরকে আজ সরকারি চাকরি বানানোর জন্য তাদের বাবা অক্লান্ত অসীম পরিশ্রম করেছেন।
বাবা এমন একটি শব্দের নাম যারা নিজেরা রোজগার করে কিন্তু তারা ভোগ করে না। তারা রোজগার করলে নিজের সন্তানের জন্য সেই টাকা কেউ গুছিয়ে রাখেন এবং সন্তানদের চাহিদা অনুসারে টাকা খরচ করেন। বাবা এমন এক শব্দের নাম যারা সারা জীবন নিজের সন্তান এবং পরিবারের জন্যই নিজের জীবনকে বিলিয়ে দেন। বাবারা বাইরে থেকে অনেক কঠোর কিন্তু তারা ভেতর থেকে অনেক বেশি নরম এবং একজন সন্তানের প্রতি বাবার ভালোবাসা অসীম।
তবে তাদের ভালবাসার পদ্ধতিটি একটু আলাদা। কখন আপনাকে বলবে না আমি তোকে খুব ভালোবাসি কিন্তু তাদের আচরণে আপনার প্রতি তার ভালোবাসা ঠিকই প্রকাশ পায়। প্রিয় পাঠক আশা করছি ওপরের এই বাবা নিয়ে উক্তিগুলো আপনার ভালো লেগেছে এবার চলুন আমরা দেখে আসি বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস গুলো।
বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
বাবা তোমাকে খুব মিস করি। বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস খুঁজছেন? এই পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ হলো বাবা। লক্ষ্য করে দেখুন যে কোন নাম অথবা যে কোন গান বারবার শুনতে থাকলে আমাদের বিরক্তিবোধ আসে কিন্তু বাবা এমনকি শব্দের নাম এই শব্দটি যত শুনি না কেন আমাদের মনে একটি অসীম ভালবাসা জেগে ওঠে এবং আমরা কখনোই বিরক্তিবোধ করি না। এর কারণ হলো বাবার প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা।
আবারো হলেন বট গাছের সমান তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন এবং নিজের জ্বলে পুড়ে ছাই হলেও নিজের সন্তানদেরকে কখনো রোদের এক ফোঁটা আঁচ ও লাগতে দেন না। নিজের জীবনের বিনিময়ে তারা নিজের সন্তানের সুখ প্রার্থনা করেন। এইজন্য বাবাদেরকে বাসার ছাদে সমতুল ্য বলা হয়। কাঁধে বাবার হাত থাকলে মনে হয় এই পৃথিবীর সমস্ত সুখ এবং শিক্ষা আমার কাছে রয়েছে।
কিন্তু বাবা থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না এই পৃথিবীতে কতটি নির্মম এবং এই পৃথিবীর মানুষগুলো ঠিক কতটা কঠিন যতক্ষণ আমাদের পাশে বাবা থাকবে ততক্ষণ প্রত্যেকে আমাদের আপন একবার বাবার হাতটি আমাদের কাজ থেকে সরে গেলে এই পৃথিবী তার ভয়ঙ্কর রূপ দেখানো শুরু করবে। একটা দিন বাবাকে ছাড়া কাটিয়ে দেখুন এই পৃথিবী ঠিক কতটা ভয়াবহ এবং কতটা নির্মম।
আমাদের জীবনের সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার হল বাবা যতক্ষণ আমাদের পাশে বাবা থাকে না আমরা তার ভালোবাসা এবং কৃতিত্ব বুঝতে পারিনা কিন্তু যখন একবার বাবা আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা তার কৃতিত্ব এবং গুরুত্বটা বুঝতে পারি। বাবা থাকলে কখনো কাজ করার প্রয়োজন হয় না বাবা নিজেই কাটাকাটি পরিশ্রম করে আমাদের আহার যোগান এবং আমাদের মুখে হাসি ফোটান।
কিন্তু একবার বাবা চলে গেলে এই পৃথিবী আমাদেরকে রাস্তায় ছুড়ে ফেলবে। তাই যতদিন বাবা আছে নিজের বাবাকে ভালবাসুন এবং গুরুত্ব দিন। বাবার প্রতিটি কথা মনোযোগ সহ শুনুন যে পথে বাবা চলতে বলবে সেই পথ অনুসরণ করুন। আজকে আমরা বাবাকে মিস করে নিয়ে স্ট্যাটাস শেয়ার করব আপনি চাইলে নিজের ফেসবুক প্রোফাইলে এই স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন। নিচে দেখুন বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস দেওয়া রয়েছে।।
- বাবা মানে নিজের ইচ্ছাগুলোকে কুরবানী দিয়ে নিজের সন্তানের ইচ্ছাগুলোকে পূরণ করা।
- বাবা কতদিন তোমায় দেখি না তোমার সাথে কথা হয় না।
- বাবা হারানো মানে নিজের মাথার উপর থেকে ছাদ হারিয়ে ফেলা।
- যার বাবা নেই সেই বুঝে এই পৃথিবীতে বাবার মর্ম কি এবং বাবার ভালোবাসা কি।
- বাবা আর একবার তুমি এই পৃথিবীতে ফিরে এসো পৃথিবীর সমস্ত সুখে তোমাকে ভরিয়ে দেব।
- বাবা আজ তোমাকে বড্ড মিস করছি কতদিন হল তোমার এই নিষ্পাপ মুখটা আমি আর দেখতে পারি নি।
- বাবা ছাড়া এই দুনিয়াটা বড়ই নির্মম, বাবা নামক সেই শূন্যস্থানটি হয়তো আর কখনো পূরণ হবে না।
- এই পৃথিবীতে সাত জনম থাকলে বাবা তুমি প্রতিটা জনমে আমার বাবা হয়ে এসো।
- বাবা তোমাকে ছাড়া প্রতিটা দিন বড্ড একা লাগে, তোমার নিষ্পাপ সেই মুখ থেকে আমার নাম বার বার সোনা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, বাবার স্পর্শ।
প্রিয় পাঠক ওপরের এই বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাসগুলো আসা করছি আপনার ভালো লেগেছে নিজের বাবার প্রতি নিজের আবেগকে প্রকাশ করার জন্য চেষ্টা করুন নিজের ভাষায় নিজের মনের মত করে স্ট্যাটাস তৈরি করার। এই দুই লাইনের মাধ্যমে নিজের বাবার প্রতি নিজের ভালোবাসা কখনোই প্রকাশ করতে পারবেন না এই জন্য নিজের মন কি বলে শুনুন এবং সেই বিষয়ে একটি স্ট্যাটাস তৈরি করুন। এবার চলুন আমরা দেখে আসি মা বাবা নিয়ে কষ্টের স্ট্যাটাস।
মা বাবা নিয়ে কষ্টের স্ট্যাটাস
এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হলো মা বাবা। মা বাবা না থাকলে এই পৃথিবীতে জন্মের কোন মানেই হয় না। জন্মের শুরু থেকে বাবার প্রতি ভালোবাসা এবং মায়ের প্রতি অসীম ভালোবাসা আমাদের মধ্যে কাজ করে বাবা আমাদের হিরো এবং মা আমাদের ভালবাসা। বাবা আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের মুখে আশা করানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এবং নিজের জীবনকে আমাদের জন্য উৎসর্গ করে আর একদিকে মা আমাদের জীবনকে আরো বেশি সুন্দর ও মধুময় করার জন্য সারাজীবন পরিশ্রম করেন।
মা এবং বাবার বিরুদ্ধে আমাদের জীবনে অসীম মা এবং বাবাকে নিয়ে একটি বই লেখা শুরু করলে সেই বইয়ের হয়তো হাজারো পৃষ্ঠার অভাব দেখা দিবে। মা এবং বাবার পিরিত তো আমাদের জীবনে কখনোই এক দুই লাইনে বলে শেষ করা সম্ভব নয় একজন প্রতিষ্ঠিত ব্যক্তির পিছে মা-বাবার অসীম পরিশ্রম কাজ করে।। এই পৃথিবীতে যার মা বাবা নেই সেই বুঝে মা-বাবার মর্ম। যার কাছে মা-বাবা রয়েছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এবং সুখী ব্যক্তি।
কাছে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও যদি আপনার কাছে মা-বাবা না থাকে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে অভাবী। মা বাবার ভালোবাসা কখনোই টাকার বিনিময়ে বিক্রি হয় না এই পৃথিবীতে সব কিছু বদলে গেলেও মা বাবার ভালোবাসা কখনো বদলে যায় না। এই সমাজ আপনাকে বিভিন্নভাবে জাজ করবেন আপনার কালার বর্ণ আপনার আচার-আচরণের উপর নির্ভর করে আপনাকে ভালোবাসবে কিন্তু মা-বাবা সন্তান যেমনই হোক না কেন মা-বাবার কাছে নিজের সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ।
ঠিক একইভাবে এই পৃথিবীর সকল মা-বাবার চেয়ে নিজের মা-বাবা আমার কাছে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে যদি সাত জনম বলতে কিছু হয় তাহলে আমি প্রতিটি জনমে আমার মা-বাবাকে আমার করে পেতে চাই। শরীরের ঘাম ঝরিয়ে মা বাবা নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন।
সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য দশ জনের কাছে মা-বাবার ঋণী হয়ে থাকেন। মা-বাবার অক্লান্ত পরিশ্রম এর ফলেই আমরা আজ এত বড় হতে পেরেছি। তাই আজকের এই পোস্টে আমরা মা বাবা নিয়ে গেছি স্ট্যাটাস দেখব এই স্ট্যাটাসগুলো আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্টে ব্যবহার করতে পারবেন। নিচে দেখুন মা বাবা নিয়ে স্ট্যাটাস।
- যে ব্যক্তি মা বাবাকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে মনে করে তার এ পৃথিবীতে আহারের অথবা অর্থের অভাব হয় না।
- মা এবং বাবা এই দুইটি শব্দ আমাদের প্রতিটি রক্তে রক্তে জুড়ে রয়েছে।
- একজন মা ও বাবা হোলের শত শত শিক্ষকের সমান।
- হাদিসে দেওয়া রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
- বাবা তাকে কখনো অবহেলা করো না। মা বাবা তোমার ইহকালের এবং পরকালের জান্নাত।
- এই পৃথিবীতে একজন বাবা শত শত শিক্ষকের সমান।
- মা-বাবা নিজের জীবনের বিনিময়ে নিজে সন্তানের জীবনকে সুন্দর করতে চাই।
- আমাদের জীবনে সবার প্রথমে মা বাবার অধিকার।
- আমাদের জীবনের প্রধান শিক্ষক আমাদের মা এবং বাবা
- মা বাবার চেয়ে সবচেয়ে বেশি দয়ালু এই পৃথিবীতে আর কেউ নেই।
- পৃথিবীতে মা বাবা নেই তাকে জিজ্ঞাসা করুন মা-বাবার মর্ম কি।
- মা বাবা ছাড়া একদিনে এই পৃথিবীতে কাটিয়ে দিয়েছেন তাহলে মা-বাবার গুরুত্ব বুঝতে পারবেন।
- পৃথিবীতে মা বাবা থাকা অবস্থায় একটি ছেলে কখনোই পৃথিবীর মর্ম বুঝে না পৃথিবীর কতটা নির্মম মা বাবা ছেড়ে চলে যাওয়ার পর আমরা পৃথিবীর ভয়ংকর রূপ দেখতে পারি।
- মা-বাবা হলেন সেই বৃক্ষ যার ছায়াতে এই পৃথিবীর সকল ছেলে মেয়ে সুরক্ষায় থাকে।।
- আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার হলো আমার মা বাবা।
প্রিয় পাঠক আশা করছি ওপরের এই মা বাবা নিয়ে স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হয়েছে।। মা বাবা নিয়ে একটি বই শুরু করলে সেই বই শেষ করা সম্ভব হবে না কারণ মা বাবার গুরুত্ব আমাদের জীবনে এত বেশি যে মা-বাবা না থাকলে হয়তো আমরা এই পৃথিবীতে আসতাম না। পৃথিবীতে মা-বাবার জন্য সন্তানকে প্রেরণ করা হয়েছে।। একজন সন্তানের জীবনে মা এবং বাবার গুরুত্ব জরুরী মা এবং বাবা না থাকলে সে বুঝতে পারে এই পৃথিবী কতটা ভয়ঙ্কর।
পাশে মা-বাবা থাকলে পৃথিবীর প্রত্যেকে আপন মনে হয় আর মা-বাবা না থাকলে সবাই স্বার্থপর । মনে রাখবেন মানুষ সবসময় স্বার্থের জন্য একে অপরের সাথে ভালো ব্যবহার করে এবং ভালো আচরণ করে। আপনার কাছে আজ মা-বাবা আছে এই জন্য আপনার সাথে প্রত্যেকে ভাল ব্যবহার করছে কিন্তু যদি আপনার কাছ থেকে মা বাবা চলে গেলে আপনার পাশে আর কেউ থাকবে না যারা কাল ভালো ব্যবহার করত আত্মীয়-স্বজন ছিল তারা আজ আপনাকে আর সহ্য করতে পারবে না এটি বাস্তবতা।
পাঠকদের কিছু প্রশ্ন
বাবাকে বট বৃক্ষ সমতুল্য কেন করা হয়েছে?
কারণ বট বৃক্ষ যেমন সারা জীবন অন্যকে ছায়া দেওয়ার জন্য কাজে নিযুক্ত থাকে ঠিক একইভাবে বাবা রাম নিজের পরিবারকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেন। এক কথায় বাবারা নিজের পরিবারকে ছায়া দেওয়ার জন্য বট বৃক্ষের মতো সারাজীবন পরিশ্রম করেন।
বাবার অবদান আমাদের জীবনে কতটুকু?
এক বিশাল সমুদ্রের সমান সমুদ্রের । সমুদ্রের সমান বললেও ভুল হবে। বাবার অবদান আমাদের জীবনে দশটি সমুদ্রের সমতুল্য করলেও সমান হবে না। এমন একটি শব্দের নাম যা আমাদেরকে আল্লাহ তরফ থেকে দেওয়া একটি শ্রেষ্ঠ নিয়ামত। বাবা আমাদেরকে প্রথমে এই পৃথিবীর আলো দেখান এবং পৃথিবীতে কিভাবে চলতে হবে কোন পথ অনুসরণ করলে আমাদের কল্যাণ হবে সেই বিষয় সম্পর্কে জানান অর্থাৎ বাবা আমাদের শিক্ষক। বাবা শতশত শিক্ষকের সমান। বাবা আমাদের কল্যাণের জন্য তাদের সারাটা জীবন বিলিয়ে দেন। আমাদের মুখে এক ফোঁটা হাসি ফোটানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন।
১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি কোথায় পাবো?
বাবাকে নিয়ে স্ট্যাটাস অথবা বাবা নিয়ে অতি খুজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আমরা আজকের এই পোস্টে বাবা নিয়ে স্ট্যাটাস এবং বাবা নিয়ে উক্তি গুলো শেয়ার করলাম। করছি ওপরের এই
শেষ কথাঃ ১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম বাবা নিয়ে উক্তি বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস এবং মা বাবা নিয়ে স্ট্যাটাস সাথেই ১০০+ বাবাকে নিয়ে স্ট্যাটাস - বাবা নিয়ে উক্তি। বাবা এমন একটি শব্দের নাম যার মধ্যে হাজারো ভালোবাসা লুকিয়ে রয়েছে বাবা নামক শব্দটি আমাদের প্রত্যেকের কাছে খুবই প্রিয় এবং বাবা আমাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ উপহার। বাবা না থাকলে হয়তো এই পৃথিবীতে এত প্রতিষ্ঠিত ছেলে মেয়ে থাকতো না।
কারণ প্রতিদিন প্রতিষ্ঠিত ছেলে মেয়ের পিছনে রয়েছে একজন বাবার অক্লান্ত পরিশ্রম। একজন বাবা তা সারা জীবন শুধুমাত্র এইভাবে পরিশ্রম করে যে তার ছেলে একদিন বড় হয়ে ভালো জীবন যাপন করবেন ভালো কোথাও চাকরি করবে ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার করবে।। বাবা এমন একটি মানুষের নাম যারা কখনো নিজের কথা ভাবেনা সব সময় নিজের সন্তান এবং পরিবারের কথা ভেবে নিজের জীবনকে উৎসর্গ করেন।
আমাদের প্রত্যেকের জীবনে বাবার অবদান এক দুই লাইনে বলে শেষ করা সম্ভব নয়। বাবা আমাদের জীবনে বট বৃক্ষের মতন বট বৃক্ষ যেমন অপরকে ছায়া দেওয়ার জন্য সারা জীবন নিজের কাজে নিযুক্ত থাকে ঠিক তেমনি বাবা আমাদের জীবনকে আরো সুন্দর করার জন্য মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন অন্যের হয়ে কাজ করেন এবং পরিশ্রম করেন।। সন্তানের একটি ইচ্ছা পূরণ করার জন্য ১০ জনের কাছে একজন বাবা প্রার্থনা করেন।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url