এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান

 কাঠ বাদামের ক্ষতিকর দিক

এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না? বিভিন্ন android টিভিতে এখন এই সমস্যাটি হচ্ছে অর্থাৎ সাউন্ড আসছে কিন্তু কোন প্রকার ছবি আসছে না স্ক্রীন সম্পূর্ণ কালো হয়ে আছে। এই সমস্যার সমাধান কি? জানতে পোস্টে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই পোস্টে আমরা আলোচনা করব এন্ড্রয়েড টিভি সাউন্ড ছবি আসে না এর সমাধান কি।এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান
কিছু কিছু অ্যাণ্ড ওই টিভিতে এখন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তবে চিন্তার কোন বিষয় নেই নিচের এই উপায় গুলো অনুসরণ করার মাধ্যমে সহজেই সমস্যাটি সমাধান করতে পারবেন। চলুন তাহলে এবার আমরা ঝটপট দেখে আসি এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান কি। 

পেজ সূচিপত্র 

      ভূমিকা      

বর্তমান সময়ে এখন প্রত্যেকের ঘরে ঘরে শুধু এন্ড্রয়েড টিভি কারণ অ্যান্ড্রয়েড টিভি সুযোগ-সুবিধা অনেক সাধারণ টিভি তুলনায় android টিভিতে ইন্টারনেট সংযোগ দিয়ে যখন যা ইচ্ছা দেখা সম্ভব যে কোন প্রকার নাটক ছবি গান অথবা কার্টুন। এখন অ্যান্ড্রয়েড টিভিতে গেম গেম খেলার পাশাপাশি facebook, messenger এবং instagram ব্যবহার করা যায়।

এতসব সুযোগ-সুবিধার কারণে এখন বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করতে ভালোবাসেন তবে মাঝে মাঝে এন্ড্রয়েড টিভিতে কিছু সমস্যা দেখা দেয় যেমন এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান কি? কিভাবে ঠিক করবো এ সমস্যাটি। এটি কি কোন গুরুতর সমস্যা নাকি রিমোটে ভুল ব্যাটনে চাপ লেগে হয়েছে? জানতে নিচে দেখুন এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান গুলো কি কি।

এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না

আপনার টিভিতে কি সাউন্ড আসছে কিন্তু স্ক্রিন ব্ল্যাক অথবা কালো হয়ে আছে অর্থাৎ কোন ছবি আসছে না? মাঝে মাঝে রিমোটে ভুলভাল কোন বাটনের চাপ লেগে গেলে এমন সমস্যা দেখা দেয় তবে। অনেক সময় স্ক্রীন ব্ল্যাক হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে আজকের এই পোস্টটা আমরা সেই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করব এবং এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান দেখব।

অনেক সময় রিমোটে ভুলভাল বাটনে চাপ লাগলে এমন স্ক্রিন ব্ল্যাক হয়ে আসতে পারে। এন্ড্রয়েড টিভি ওপেন করুন। টিভি ওপেন করে সোর্স Source চেক করুন। 
এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না
এন্ড্রয়েড টিভিতে অনেক অপশন থাকে যেমন আপনি লাইভ টিভি দেখতে পারবেন অথবা পেনড্রাইভ থেকে সংরক্ষিত ভিডিও কিংবা অডিও দেখতে পারবেন অথবা youtube ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এখানে টিভি বাটনে যদি ক্লিক করেন তাহলে সরাসরি লাইভ টিভি দেখতে পারবেন।
অনেক সময় রিমোটে চাপ লেগে এখানে টিভি থেকে অন্যান্য যেমন HDMI 1 অথবা HDMI 2 এ চাপ লেগে যায় এক্ষেত্রে স্ক্রীন ব্ল্যাক হয়ে যেতে পারে অথবা স্ক্রিন কালো হয়ে যেতে পারে। 
এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান করার জন্য SOURCE এক ক্লিক করে সেখান থেকে HDMI 1 অথবা 2 এ থাকলে সেখান থেকে TV অপশন চুজ করে সেভ করুন।
তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। টিভিতে করে প্রকার পেনড্রাইভ অথবা ইউএসবি ব্যবহার করা থাকলে HDMI 1 অথবা 2 কাজ করে।
ইউএসবি কিংবা পেনড্রাইভ ব্যতিত HDMI স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়।

এছাড়াও স্ক্রিন ব্ল্যাক হয়ে গেলে টিভিটি রিমোট থেকে বন্ধ না করে সরাসরি প্লাগ অফ করে দিন। তারপর আবার প্লাগ দিন। এতে আশা করছি টিভি আবার আগের মত সাধারণ হয়ে যাবে মাঝে মাঝে অ্যান্ড্রয়েড টিভিতে নানান সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম একটি সমস্যা হল হঠাৎ স্ক্রিন কালো হয়ে যাওয়া।

সে ক্ষেত্রে কালো স্ক্রীন ঠিক করতে টিভির প্লাগ অফ করে আবার অন করুন। এরপরেও যদি টিভির কালো স্কিন দূর না হয় তাহলে টিভির অন অফ বাটন রিমোট থেকে দীর্ঘ সময় পর্যন্ত ট্যাপ করে থাকুন। এতে রিস্টার্ট নামক একটি অপশন আসবে তার ওপর ক্লিক করে টিভির রিস্টার্ট করুন। 

টিভি রিস্টার্ট করলে সমস্ত সমস্যা নিমিষেই দূর হবে। ভুলভাল বাটনের চাপ লেগে সৃষ্টি হবার সমস্যা অথবা টিভিতে হ্যাং হলে রিস্টার্ট করার ফলে টিভি আবার আগের মতো নরমাল হয়ে যাবে। আপনি উপরের এই উপায় গুলো অনুসরণ করার মাধ্যমে সহজেই এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না সমস্যার সমাধান করতে পারবেন।

এটি কোন জটিল সমস্যা নয় ওপরের এই নিয়মটি অনুসরণ করার মাধ্যমে সহজে যেকোনো সময় আপনি অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড আসে কিন্তু ছবি আসে না এই সমস্যাটি সমাধান করতে পারবেন। সঠিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে না পারলে নানান সমস্যা দেখা দেয় সে ক্ষেত্রে প্রথমে আগে আপনাকে শিখতে হবে কিভাবে এন্ড্রয়েড টিভি রিমোট ব্যবহার করতে হয়। আর ওপরের এই নিয়মটি অনুসরণ করার পরেও যদি এই সমস্যা সমাধান না হয় তাহলে নিচের দেখুন এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান ।

এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান 

উপরের এই নিয়মটি অনুসরণ করার পরেও যদি এন্ড্রয়েড টিভি সাউন্ড আছে ছবি আসে না তাহলে কি করনীয়? আপনার অ্যান্ড্রয়েড টিভি ওপেন করুন এবং আবার আবার source অপ্সানে ক্লিক করে সেখানে চেক করুন টিভি TV মুড এ আছে নাকি  HDMI 1 অথবা HDMI2 এ আছে। যদি অ্যান্ড্রয়েড টিভিটি TV মুডে থাকা অবস্থায় স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকে,

তাহলে টিভিটি রিমোটের মাধ্যমে ঠিক করা সম্ভব নয় এটি অবশ্যই কোন টিভি মেকার অথবা টিভি স্পেশালিস্ট এর কাছে চেক করাতে হবে। তারা এই সমস্যাটি ঠিক করে দিতে পারবে। রিমোটে ভুলভাল অপশনে চাপ লেগেছে সমস্যা তৈরি হয় সেটি বাসায় বসে রিমোটের মাধ্যমে ঠিক করা সম্ভব তবে টিভির ভিতরে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কিংবা নষ্ট হয়ে পড়লে সে ক্ষেত্রে রিমোটের মাধ্যমে ঠিক করা সম্ভব নয়।

তাই এ ক্ষেত্রে টিভি মেকার অথবা টিভি স্পেশালিস্ট এর কাছে টিভি ঠিক করতে হবে এটি বাসায় বসে ঠিক করা সম্ভব নয়। আবার অনেক সময় দেখা যায় টিভিতে পেনড্রাইভ প্রবেশ করানোর ফলে টিভির স্কিন কালো হয়ে যায় অথবা কোনো ছবি আসে না এক্ষেত্রে পেনড্রাইভটি খুলে ফেললেই আবার টিভি আগের মতো নরমাল হয়ে যায়। 

প্রিয় পাঠকগণ আশা করছি ওপরের আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান কি। অনেক সময় রিমোটে ভুলভাল বাটনের চাপ লেগে স্ক্রিন ব্ল্যাক হয়ে যেতে পারে সে ক্ষেত্রে উপরের উপায়টি অনুসরণ করার মাধ্যমে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও ভুলভাল অপশনের চাপ লেগে যে সমস্যা সৃষ্টি হয় সে সমস্যাগুলো ওপরের উপায় গুলো অনুসরণ করার মাধ্যমে নিমিষেই দূর করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড টিভির স্ক্রিন কালো হয়ে গেলে করণীয় 

অনেক সময় দেখা যায় এন্ড্রয়েড টিভির স্ক্রিন কালো হয়ে যায়। এই মুহূর্তে করণীয় কি? অ্যান্ড্রয়েড টিভির স্ক্রীন কালো হয়ে গেলে বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। হঠাৎ টিভি দেখতে দেখতে এন্ড্রয়েড টিভির স্কিন কালো হয়ে যায়। এই সমস্যাটি বিভিন্ন ব্র্যান্ডে টিভিতে দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় টিভির রিমোটে ভুল বাটনে চাপ দিয়ে ফেললে এন্ড্রয়েড টিভির স্ক্রিন কালো হয়ে যেতে পারে।

আবার টিভির ভিতরে কোন সমস্যা হয়ে থাকলেও অ্যান্ড্রয়েড টিভির স্ক্রিন কালো হয়ে যেতে পারে এই জন্য সঠিক তথ্য পেতে আপনার আশেপাশের কোন একটি ম্যাকানিকের দোকানে টিভি দেখাতে হবে। আর যদি রিমোট থেকে টিভির স্ক্রিন কালো হয়ে থাকে তাহলে টিভির স্কিন কালো হয়ে যাওয়া সত্ত্বেও সাউন্ড আসবে। এটি টিভি প্লাগ অফ করে আবার অন করতে হবে এতে সমস্যা সমাধান হতে পারে। আর যদি এর পরেও সমস্যা সমাধান না হয় তাহলে আশেপাশের একটি ভালো মেকানিক্যাল এর দোকান থেকে টিভি সারিয়ে নিতে হবে। এবার চলুন আমরা দেখে আসি অ্যান্ড্রয়েড টিভি বনাম সাধারণ টিভি। 

অ্যান্ড্রয়েড টিভি বনাম সাধারণ টিভি 

আপনি কি এন্ড্রয়েড টিভি এবং সাধারণ টিভি এর মধ্যে পার্থক্য জানতে চান? অথবা কোনটি বেশি উন্নত সেই বিষয়ে সম্পর্কে জানতে চান? অ্যান্ড্রয়েড টিভি বনাম সাধারণ টিভি। এন্ড্রয়েড টিভি এবং সাধারণ টিভির মধ্যে বিশেষ কয়েকটি পার্থক্য লক্ষ্য করা গিয়েছে এবং বর্তমান সময়ে সাধারণ এন্ড্রয়েড টিভির চাহিদা অনেক বেশি এবং অ্যান্ড্রয়েড টিভির দামও একটু বেশি। 

বাজারে ভালো কোয়ালিটি সম্পন্ন অ্যান্ড্রয়েড টিভি এর দাম প্রায় কয়েক লক্ষ টাকা আর সাধারণ টিভির দাম ৯ হাজার থেকে ১০ হাজার টাকা। এর কারণ হলো সাধারণ টিভির তুলনায় অ্যান্ড্রয়েড টিভিতে প্রচুর ফিচারস রয়েছে।। অ্যান্ড্রয়েড টিভিতে এখন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, গুগল প্লে স্টোর ব্যবহার করা যায়। সাধারণ টিভিতে ইউটিউব কিংবা ফেসবুক চালানো অসম্ভব তবে এন্ড্রয়েড টিভিতে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এই সমস্ত অ্যাপস ব্যবহার করা সম্ভব পাশাপাশি 

অ্যান্ড্রয়েড টিভিতে মেসেঞ্জারে কলে কথা বলা সম্ভব। কিন্তু সাধারণ টিভিতে এমন কোন ফিচার লক্ষ করা যায় না। আবার সাধারণ টিভিতে চ্যানেল অনুসারে টিভি দেখতে হয়। অর্থাৎ টিভিতে কিছু সংখ্যক চ্যানেল দেওয়া থাকে। এই চ্যানেলগুলোর মাধ্যমে বিভিন্ন নাটক ছবি গান দেখা যায়। কিন্তু এন্ড্রয়েড টিভিতে আপনি ইচ্ছা অনুসারে চ্যানেল ডাউনলোড করতে পারবেন এবং ইচ্ছা অনুসারে  যে কোন ভিডিও অডিও কিংবা ছবি দেখতে পারবেন। 

আর সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো সময় যে কোন ভিডিও কে পজ করা যায় মোবাইল ফোনের মত আর সাধারণ টিভিতে কখনোই কোন ভিডিও কি আপনি পজ করতে পারবেন না। অ্যান্ড্রয়েড টিভিতে পেনড্রাইভ ব্যবহার করে পেনড্রাইভের সংরক্ষিত প্রতিটি ভিডিও অডিও এবং গেমস খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভিকে পিসির মতো ব্যবহার করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড টিভি সুযোগ সুবিধা অনেক। এইজন্য এখন প্রত্যেকে অ্যান্ড্রয়েড টিভি ক্রয় করতে চাই। অ্যান্ড্রয়েড টিভিতে গুগল একাউন্ট লগইন করে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করা সম্ভব। Youtube চ্যানেল তৈরি করা সম্ভব ইউটিউব ভিডিও দেখা সম্ভব ফেসবুক লগইন করা সম্ভব ফেসবুক থেকে ফেসবুকের ভিডিও দেখা সম্ভব এবং চ্যাট করা সম্ভব পাশাপাশি কলে কথা বলা সম্ভব। 

প্রিয় পাঠক আশা করছি আপনি সাধারণ টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছেন। উপরের আলোচনার মাধ্যমে নিশ্চিত বলা যায় যে সাধারণ টিভির তুলনায় অ্যান্ড্রয়েড টিভি অনেক বেশি উন্নত । আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম অ্যান্ড্রয়েড টিভির সাথে সাধারণ টিভির পার্থক্য এবং অ্যান্ড্রয়েড টিভির স্ক্রিন কালো হয়ে গেলে করণীয় কি।

পাঠকদের কিছু প্রশ্ন 

এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না কেনো?
রিমোটে ভুলভাল বাটনে চাপ লেগে থাকলে এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এই সমস্যাটি খুবই সাধারণ। সে ক্ষেত্রে এই সমস্যা থেকে রেহাই পেতে টিভির পাওয়ার অন অফ বাটনে ট্যাপ করে থাকুন এতে টিভিতে রিস্টার্ট আমাকে দিয়ে অপশন আসবে। টিভি রিস্টার্ট করলে সহজেই টিভির পিকচার আবার ফিরে আসবে।

অ্যান্ড্রয়েড টিভিতে সাউন্ড আসে না কেন? 
অ্যান্ড্রয়েড টিভিতে সাউন্ড না আসলে সাধারণত সেটিং অপশন এ ক্লিক করে নিচে স্ক্রল করুন এবং নিচে দেখুন একটি সাউন্ড নামক অপশন রয়েছে সেখান থেকে টিভি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার ইচ্ছা অনুসারে সাউন্ড সেট করতে পারবেন। তবে সবচেয়ে উত্তম ভাবে STANDERD সাউন্ড ব্যবহার করা। সাউন্ড অপশনে ক্লিক করে ইউজার থেকে STANDERD অথবা MUSIC এ ক্লিক করুন।

কোন এন্ড্রয়েড টিভি সবচেয়ে ভালো? 
বর্তমান সময় বাজারে samsung অ্যান্ড্রয়েড টিভি গুলো দুর্দান্ত কাজ করে তবে এই টিভি গুলোর বাজেট একটু বেশি। আপনার বাজেট যদি ৯০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে samsung অ্যান্ড্রয়েড টিভি ক্রয় করতে পারেন। Samsung টিভির পারফরম্যান্স অন্যান্য টিভির তুলনায় অনেক বেশি দুর্দান্ত।

এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান
এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না? এর সমাধান জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আমরা আজকের এই আর্টিকেলে এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এ সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন তাহলে এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এই সমস্যার সমাধান সহজেই করতে পারবেন।

লেখকের শেষ কথা 

প্রিয় পাঠকগণ আমরা আজকের এই আর্টিকেলে এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না কেন এবং কি করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। বর্তমান সময়ের নরমাল টিভির দোকানে এন্ড্রয়েড টিভির সুযোগ সুবিধা অনেক বেশি যার কারণে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকেই ব্যবহার করতে ভালোবাসেন।

অ্যান্ড্রয়েড টিভি সুযোগ সুবিধা অনেক অ্যান্ড্রয়েড টিভির সাহায্যে যেকোনো সময় যে কোন ভিডিও অডিও নাটক ছবি কিংবা কার্টুন দেখা সম্ভব সাথে এখন অ্যান্ড্রয়েড টিভি দেখে ফেসবুক চালানো যায় এবং মেসেঞ্জারে চ্যাট করা সম্ভব পাশাপাশি এন্ড্রয়েড টিভিতে গেম খেলা সম্ভব। যতই দিন যাচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে আর এই উন্নত বাংলাদেশে এখন সবকিছুই সম্ভব। 

তবে মাঝে মাঝে এন্ড্রয়েড টিভিতে বিশেষ কিছু সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম একটি সমস্যা হল এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না। তাই আজকের এই আর্টিকেলে আমরা এন্ড্রয়েড টিভি সাউন্ড আসে ছবি আসে না এর সমাধান নিয়ে আলোচনা করলাম আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে গ্যারান্টি সহ এই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। প্রিয় পাঠক গন আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url