এন্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব - কম দামে ভালো স্মার্ট টিভি
অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব? অনেক সময় দেখা যায় টিভির সাউন্ড হঠাৎ করেই কমে যায়। এক্ষেত্রে আমাদের কি করনীয়? অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব? আজকের এই পোস্টে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব এবং কম দামে ভালো স্মার্ট টিভি কোনটা।
আপনি যদি নিজের এই উপায় গুলো অনুসরণ করেন তাহলে সহজেই ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই এন্ড্রয়েড টিভির সাউন্ড ঠিক করতে পারবেন। মাঝে মাঝে টিভিতে হঠাৎ এমন সমস্যা দেখা দেয় তবে চিন্তার কিছু নেই নিজের উপায় গুলো অনুসরণ করুন এবং অ্যান্ড্রয়েড টিভি সাউন্ড ঠিক করুন। নিচে দেখুন এন্ড্রয়েড টিভি সাউন্ড কিভাবে ঠিক করব এবং কম দামে ভালো স্মার্ট টিভি।
পেজ সূচিপত্র
ভূমিকা
বর্তমান সময় এখন প্রযুক্তির যুগ আর প্রযুক্তির যুগে বেশিরভাগ মানুষই এখন অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার। কারণ এন্ড্রয়েড টিভির সুবিধা অনেক এন্ড্রয়েড টিভির মাধ্যমে যেকোনো সময় যেকোনো ভিডিও উপভোগ করা যায়। ইচ্ছা অনুসারে যে কোন ভিডিওকে উপভোগ করতে পারবেন যখন ইচ্ছা বন্ধ করতে পারবেন।অ্যান্ড্রয়েড টিভিতে গেম খেলার সুবিধা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার অ্যান্ড্রয়েড টিভিতে মোবাইল ফোনের মত গেম খেলতে পারবেন, ভয়েস রেকর্ড করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে এবার আমরা ঝটপট দেখে আসি এন্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব।
অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব
অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব ? অ্যান্ড্রয়েড টিভি সাউন্ড ঠিক করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন। আপনি সহজে কয়েক মিনিটের মধ্যে এন্ড্রয়েড টিভি সাউন্ড ঠিক করতে পারবেন এন্ড্রয়েড মাঝে মাঝে এই সমস্যা দেখা দেয় হঠাৎ করে সাউন্ড কমে যায়। তাই আজকের এই পোস্টে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব।
- প্রথমে এন্ড্রয়েড টিভিটি চালু করুন
- তারপর সাইডে দেখুন একটি সেটিং নামক অপশন রয়েছে তারওপর ক্লিক করুন।
- তারপর নিচে স্ক্রল করুন।
- নিচে দেখুন ডিভাইস প্রেফারেন্স (device preference) নামক একটি অপশন রয়েছে। তার ওপর ক্লিক করুন।
- এবার আপনি পেয়ে যাবেন সাউন্ড অপশন। এখানে আপনার টিভির সাউন্ড আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার ইচ্ছা অনুসারে সাউন্ড সেট করতে পারবেন।
- সাউন্ড অপশনের উপর ক্লিক করুন।
- সাউন্ড যদি ইউজার এ থেকে থাকে তাহলে স্টান্ডার্ড অথবা মিউজিক এ দিয়ে রাখুন।
- অনেক সময় দেখা যায় আমরা সাউন্ড ইচ্ছা অনুসারে সেট করি এক্ষেত্রে সেটিং এ কোন ভুল হলে হঠাৎ করেই টিভির সাউন্ড কমে যেতে পারে।
- আপনি যদি আপনার টিভি সাউন্ড স্ট্যান্ডার্ড রাখেন তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আগের থেকে আপনার টিভি সাউন্ড অনেক বেশি উন্নত হবে।
তবে ওপরের এই উপায়টি অনুসরণ করার মাধ্যমে সহজেই টিভি সাউন্ড আবার নরমাল হবে। তবে আমি সাজেস্ট করবো আপনারা যারা এন্ড্রয়েড টিভি ব্যবহার করেন তারা চেষ্টা করবেন টিভির সাথে ছোট এন্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করার। এতে টিভি সাউন্ড আরো বৃদ্ধি পাবে। আসা করছি অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব সেই সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা দেখে আসি কম দামে ভালো স্মার্ট টিভি।
কম দামে ভালো স্মার্ট টিভি
কম দামে ভালো স্মার্ট টিভি খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে কম দামে ভালো স্মার্ট টিভি সম্পর্কে আলোচনা করব। স্মার্ট টিভির অনেক সুযোগ সুবিধা যার কারণে এখন প্রত্যেকের আকর্ষণ স্মার্ট টিভির প্রতি। স্মার্ট টিভিতে এখন সবকিছু করা সম্ভব যেমন ফেসবুক চালানো সম্ভব মেসেঞ্জার চালানো সম্ভব।
অনেক স্মার্ট টিভির মাধ্যমে এখন যোগাযোগ সম্ভব। স্মার্ট টিভিতে যেকোনো সময় যেকোনো ভিডিও অডিও দেখা যায়, যা একটি নরমাল টিভিতে সম্ভব নয়। নরমাল টিভিতে কিছু সংখ্যক চ্যানেল থাকে যে চ্যানেলের মাধ্যমে আমরা বিনোদন পাই কিন্তু স্মার্ট টিভিতে আপনি নিজেই চ্যানেল বেছে নিতে পারবেন। নিজেই চ্যানেল তৈরি করতে পারবেন নিজের চ্যানেলের ভিডিও আপলোড করতে পারবেন।
তবে বর্তমান সময়ে বাজারে স্মার্ট টিভির দাম একটু বেশি। অন্যান্য টিভির তুলনায় অ্যান্ড্রয়েড টিভিতে যেহেতু সুযোগ সুবিধা বেশি সে ক্ষেত্রে অন্যান্য টিভির তুলনায় এন্ড্রয়েড টিভির দাম একটু বেশি হওয়ায় স্বাভাবিক। তবে আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা সহজে কম দামে ভালো স্মার্ট টিভি কিনতে পারবেন।
দরাজ থেকে কম দামে ভালো স্মার্ট টিভি
দারাজে এখন অফার চলছে তাই আপনারা চাইলে দারাজ থেকে কম দামে ভালো স্মার্ট টিভি কিনতে পারবেন এছাড়াও দেরাজে সবসময় যে কোন প্রোডাক্ট এর দাম একটু কমই হয় তাই আপনারা চাইলে দারাজ থেকে কম দামে ভালো স্মার্ট টিভি পেয়ে যাবেন। বর্তমান সময় বাংলাদেশের দারাজ সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস হয়ে দাঁড়িয়েছে।
দাঁড়াতে এখন মেয়েদের এবং ছেলেদের জামা কাপড় মোবাইল টিভি গহনা থেকে শুরু করে ঘরের আসবাপত্র পর্যন্ত সবকিছু পাওয়া যায়। এইখানে আপনি সম্পূর্ণ নিশ্চয়তার সাথে যেকোনো পণ্য কিনতে পারবেন। আবার আপনি চাইলে আপনার কোন পণ্য কিংবা সেবা কে দারাজ এর মাধ্যমে প্রচার করতে পারবেন । দারাজে স্মার্ট টিভি সার্চ দিলে
আপনার কাছে অনেকগুলো রেজাল্ট আসবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুসারে যেকোনো একটি টিভি কিনে নিতে পারেন আর হ্যাঁ আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য কিনতে পারবেন অর্থাৎ পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন। তবে বিকাশের মাধ্যমে আগে পেমেন্ট করলে কিছু টাকা বোনাস পাওয়া যায়।
প্রিয় পাঠক আশা করছি দারাজ থেকে ভালো স্মার্ট টিভি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। দারাজের মাধ্যমে সহজে যেকোনো সময় যেকোনো কোনো অর্ডার করা সম্ভব সাথেই সেটির সম্পূর্ণ নিরাপত্তার সাথে। আর কোন যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি সেটি সাথে সাথে রিটার্ন করতে পারবেন। এতসব সুযোগ সুবিধা থাকতেও আপনি কেন দেরি করছেন? দ্রুত একটি স্মার্ট টিভি কিনে ফেলুন।
ওয়ালটন স্মার্ট টিভি
বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ওয়ালটন কোম্পানি চিনি। এবং ওয়ালটন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টও ব্যবহার করে থাকি। অনেকে ওয়ালটন কোম্পানির প্রোডাক্টে পছন্দ করে না আবার অনেকে ওয়ালটন কোম্পানি ছাড়া চলেই না। তবে আপনি যদি কম দামে ভালো স্মার্ট টিভি পেতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ওয়ালটন স্মার্ট টিভি।
এটি কম দামে ভালো পণ্য হিসেবে ধরা যায়। অন্যান্য কোম্পানি যেমন samsung কিংবা সিঙ্গার স্মার্ট টিভি কিনলে এটার দাম একটু বেশি হতে পারে। তবে সেই স্মার্ট টিভি গুলোর কোয়ালিটি অবশ্যই ভালো কিন্তু আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি ওয়ালটন স্মার্ট টিভি কিনতে পারেন। ওয়ালটন স্মার্ট টিভি দামে কম হলেও এর গুণগত মান অনেক ভালো।
তাই আপনারা যারা কম দামে ভালো স্মার্ট টিভি কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলব আপনারা ওয়ালটন স্মার্ট টিভি কিনুন। ওয়ালটন স্মার্ট টিভিতে সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও ওয়ালটন স্মার্ট টিভির গ্রাফিক্স ও অনেক সুন্দর। তাই আপনি চাইলে নিঃসন্দেহে ওয়ালটন স্মার্ট টিভি বাসায় কিনে আনতে পারেন।
প্রিয় পাঠক গন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কম দামে ভালো স্মার্ট টিভি সম্পর্কে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি যেমন কম দামে ভালো স্মার্ট টিভি হিসেবে আমরা বেছে নিয়েছি ওয়ালটন স্মার্ট টিভিকে। এবার চলুন আমরা দেখে আসি ওয়ালটন স্মার্ট টিভির দাম কত।
ওয়ালটন স্মার্ট টিভির দাম কত
উপরে আমরা দেখলাম যে কম দামে ভালো টিভি হিসেবে রয়েছে ওয়ালটন স্মার্ট টিভি। তবে ওয়ালটন স্মার্ট টিভির দাম কত? কারণ কোন একটা পণ্য কিনার আগে আমাদেরকে তো জানতে হবে সেই পণ্যের দাম সম্পর্কে। চলুন তাহলে ছটফট দেখে আসি ওয়ালটন স্মার্ট টিভির দাম কত।
আপনি যদি ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি কিনতে চান সেক্ষেত্রে ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভির দাম প্রায় ৩৫০০০ টাকা। তবে যদি আপনি দারাজ থেকে ওয়ালটন টিভি কিনেন তাহলে কিছু টাকা বোনাস এর সাথে ওয়ালটন স্মার্ট টিভি পেয়ে যাবেন সেটিও গ্যারান্টি এবং ওয়ারেন্টির সাথে।
আর আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি যদি ৪৩ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি কিনতে চান তাহলে খরচ হতে পারে ৪৫০০০ টাকার কাছাকাছি।
তবে আপনি যদি 45 হাজার টাকার মধ্যে আরো ভালো উন্নত ব্র্যান্ডের স্মার্ট টিভি কিনতে চান তাহলে আপনি সিঙ্গার কিংবা স্যামসাং স্মার্ট টিভি কিনতে পারেন। ওয়ালটন স্মার্ট টিভি সব দিক থেকে ভালো হলেও মাঝে মাঝে এই টিভিটি আটকে যায় তবে এটি কোন সমস্যা নয়। এটি রাম রম কম হওয়ার কারণে আটকে যেতে পারে। এছাড়া ওয়ালটন স্মার্ট টিভির গ্রাফিক্স থেকে শুরু করে পারফরম্যান্স অনেক দারুন।
প্রিয় পাঠক আশা করছি ওপরের আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন ওয়ালটন স্মার্ট টিভির দাম কত ওয়ালটন ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম প্রায় 35 হাজার টাকা এবং ৪২ ইঞ্চি স্মার্ট টিভির দাম প্রায় ৪৫০০০ থেকে ৪৬০০০ টাকা। এই বিষয়ে আপনার আরো কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
পাঠকদের কিছু প্রশ্ন
অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব
অ্যান্ড্রয়েড টিভি সাউন্ড কমে গেছে? তাহলে এখনই উপরের উপায়টি অনুসরণ করুন উপরের উপায়টি অনুসরণ করার মাধ্যমে আপনি সহজে এন্ড্রয়েড টিভি সাউন্ড ঠিক করতে পারবেন। আজকের এই পোস্টে আমরা অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব সেই বিষয় নিয়ে আলোচনা করেছি।
নরমাল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে তফাৎ টা কি?
নরমাল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। নরমাল টিভির তুলনায় এন্ড্রয়েড টিভি অনেক বেশি উন্নত এবং অ্যান্ড্রয়েড টিভিতে সুযোগ সুবিধা অনেক। তাই এখন প্রত্যেকের আকর্ষণ যেন শুধুমাত্র এন্ড্রয়েড টিভির উপর।
আরো পড়ুন: ঘরে বসে ইনকাম করতে চান? ক্লিক করুন
কম দামে ভালো স্মার্ট টিভি কোথায় পাবো?
প্রিয় পাঠকগণ আপনারা কি কম দামে ভালো স্মার্ট টিভি খুঁজছেন? তাহলে ওপরে দেখুন। আমরা উপরে কম দামে ভালো স্মার্ট টিভি নিয়ে আলোচনা করেছি।
লেখক এর শেষ কথা
প্রিয় পাঠক আমরা আজকের এই পোস্টে ওয়ালটন স্মার্ট টিভির দাম কত, কম দামে ভালো স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির সাউন্ড কিভাবে ঠিক করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করলাম। বর্তমান সময়ে আমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি পছন্দ করি।
কারণ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিও সুযোগ সুবিধা অনেক বেশি এখানে ইচ্ছা অনুসারে যে কোন সময় যেকোন ভিডিও অথবা অডিও দেখা যায় সাথেই মোবাইলের সাথে টিভি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সবদিক থেকে নরমাল টিভির তুলনায় অ্যান্ড্রয়েড টিভি উন্নত। তবে অনেক সময় দেখা যায় সেটিং-এ কিছু ভুলভাল হলে হঠাৎ করে এন্ড্রয়েড টিভির সাউন্ড কমে যেতে পারে।
এক্ষেত্রে উপরের উপায়টি অনুসরণ করুন উপরের উপায়টি অনুসরণ করার মাধ্যমে সহজে এন্ড্রয়েড টিভি সাউন্ড বৃদ্ধি করতে পারবেন। ছাড়াও আমরা আজকের এই পোস্টে স্মার্ট টিভির দাম কত সাথে কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তাই আপনারা যদি কম দামে ভালো স্মার্ট টিভি পেতে চান তাহলে উপরে দেখুন।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url